বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২শু ৩° এই রূপে ইস্হাকের যাকুবকে আশীৰ্ব্বাদ করণ সাঙ্গ হইলে পর যাকুব আপন পিতা ইসহাকের সাক্ষাৎহইতে বহির্গত হইবামাত্র তাহার ভাত এযে মৃগয়াহইতে ঘরে আইল। ** সেও খাদ্য প্রস্তুত করিয়া পিতার নিকটে আনিয়া কহিল, হে পিতঃ, আপনি উঠিয়৷ পূত্রের আনীত মৃগমাৎস ভোজন করিয়া আমাকে আশীৰ্ব্বাদ , করুন। ৩২ তাহাতে তাহার পিতা ইসহাক কহিল, তুমি , কে ? সে কহিল, আমি তোমার জ্যেষ্ঠ পুত্ৰ এষে।। ৩৩ তখন ইসহাক অতিশয় উদ্বিগ্ন হইয়া কহিল, তবে কে মৃগয়া করিয়া আমার নিকটে মৃগমাৎস আনিয়াছিল ? আমি তোমার আগমনের তাহা ভোজন করিয়া তাহাকে আশীৰ্ব্বাদ করিলাম ; সেই অাশীৰ্ব্বাদযুক্ত থাকিবে। - পিতার এমন কথা শুনিবামাত্র এষৌ অতিশয় বিলাপ করিয়া ব্যাকুলচিৰে রোদন করিতে লাগিল, এব^ আপন পিতাকে কহিল, হে পিতঃ, আমাকেও আশীবৰ্বাদ করা ৩৭ তাহাতে ইসহাক কহিল, তোমার ভাত আসিয়া বঞ্চনা করিয়া তোমার প্রাপ্তব্য আশীৰ্ব্বাদ লইল। - তাহাতে এষেী কহিল, তাহার নাম কি যথার্থ যাকুব নয় ? কেননা সে দুই বার আমাকে প্রবঞ্চনা করিয়াছে; সে আমার জ্যেষ্ঠাধিকার লইয়াছে, এবথ দেখ, এখন আমার প্রাপ্তব্য আশীৰ্ব্বাদও লইল। সে পুনবার কছিল, তুমি কি আমার জন্যে কিছুই আশীৰ্ব্বাদ রাখ নাই ? * তখন ইসহাক এষেীকে উত্তর করিল, দেখ, আমি তাহাকে তোমার প্রভু করিলাম, এবখ তাহার জ্ঞাতি সকলকে তাহারি অধীম করিলাম, এব° তাহার প্রতিপালনার্থে শস্য ও দ্রাক্ষারস দিলাম ; অতএব, হে পুত্র, এখন তোমার জন্যে আর কি করিতে পারি ? *৮ তাহাতে এযৌ পুনৰ্ব্বার আপন পিতাকে কহিল, হে পিতঃ, তোমার কি কেবল ঐ একটি আশীৰ্ব্বাদ ছিল ? হে পিতঃ, আমাকেও আশীর্বাদ কর । ইহা কহিয়া এষে উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। ** পরে তাহার পিতা ইসহাক এই কথা কহিল, উৰ্ব্বর ভূমিহীন ও অাকাশের শিশিরহীন দেশে তোমার বসতি হইবে। * - তুমি খড়গজীবী এবং আপন ভাতার অধীন হইব ; কিন্তু যখন বন্ধন ভেদ করিব, তখন আপন গ্ৰীবাহইতে তাহার র্যোয়ালি ভাঙ্গিব ।

  • - এই রূপে যাকুব আপন পিতাহইতে আশীৰ্ব্বাদ পাইয়াছিল, এই জন্যে এষোঁ যাকুবের প্রতি দ্বেষ করিতে লাগিল। ফলতঃ এষেী মনে ২ ভাবিল, পিতার অন্তিম কাল প্রায় উপস্থিত, তাহার পরে যাকুব ভাতাকে বধ করিব। ** কিন্তু জ্যেষ্ঠ পুত্ৰ এষের এমত কথ রিস্কার কর্ণ

26 আদিপুস্তক l [২৮ অধ্যায়। গোচর হইলে সে লোক পাঠাইয়। কনিষ্ঠ পুত্ৰ যাকুবকে ডাকিয় কছিল, দেখ, তোমার ভুতি৷ এষৌ তোমাকে বধ করিবার আশাতে ধৈর্মাবলম্বন করিতেছে। ** অতএব, হে পুত্র, আমার কথা স্তন। তুমি পলাইয় হারণ নগরে আমার ভুতি লাবনের নিকটে যাও ; ** এবং বদবধি তোমার ভাতার ক্রোধ নিবৃত্ত না হয়, তাবৎ পর্যন্ত কিছু কাল সেখানে থাক। ** পরে তোমার প্রতি ভুতার ক্রোধ নিবৃত্ত হইলে, এবং তুমি তাহার প্রতি যাহা করিয়াছ, তাহা সে বিস্তৃত হইলে আমি লোক পাঠাইয়া তথাহইতে তোমাকে আনাইব ; এক দিনে তোমাদের দুই জনকেই কেন হারাইব ? • * অনন্তর রিবৃক ইসহাককে কহিল, এই হিন্দ্রীয়দের কন্যাগণের বিষয়ে আমার প্রাণে ঘৃণা হইতেছে; যদি যাকুবও ইহাদের তুল্য কোন হিন্তীয় কন্যাকে অর্থাৎ এই দেশীয় কন্যাদের মধ্যে কোন কন্যাকে বিবাহ করে, তবে আমার প্রাণধারণে কি প্রয়োজন ? ২৮ অধ্যায়। ১ যাকুবকে পদন্য-অরামু দেশে প্রেরণ, ও ও ইস্ মায়েলের কন্যাকে এষের বিবাহ করণ, ১০ ও যাকুবের যাত্রার বিবরণ ও স্বপ্নদর্শন, ১৮ ও স্বপ্নদর্শনের স্থানের নাম বৈথেলু রাখন এবং সেই স্থানে মানত করণ ।

  • পরে ইসহাক যাকুবকে ডাকিয়া আশীৰ্ব্বাদ করিল, এবং এই আজ্ঞা দিয়া তাহাকে কহিল, তুমি কিনান দেশীয় কোন কন্যাকে বিবাহ করিও না। উঠ, পদন-অরামে আপন মাতামহ বি থুয়েলের বাটীতে গিয়া সে স্থানে আপন মাতু লাবনের কোন কন্যাকে বিবাহ কর । সৰ্ব্ব শক্তিমান ঈশ্বর আশীৰ্ব্বাদ করিয়া তোমাকে বহুগোষ্ঠী করণার্থে ফলবন্ত ও বহুপ্রজ করুন। " এবথ ইব্রাহীমকে দত্ত আশীৰ্ব্বাদ তোমাতে ও তোমার বৎ শেতে সফল করুন; ফলতঃ তোমার প্রবাসস্থান এই যে দেশ ঈশ্বর ইব্রাহীমকে দিয়াছেন, অধিকারার্থে এই দেশ তোমাকে দিউন । * পরে ইসহাক যাকুবকে বিদায় করিলে সে পদমূঅরামে আরামীয় বিথুয়েলের পুত্র লাবনের নিকটে অর্থাৎ যাকুবের ও এষের মাতা রিবকার ভাতার নিকটে প্রস্থান করিল।

= অপর ইসহাক যাকুবকে আশীৰ্ব্বাদ করিয়া বিবাহার্থে পদন-অরামে বিদায় করিয়াছে, এবং আশীৰ্ব্বাদের সময়ে কিনানীয় কোন কন্যাকে বিবাহ করিতে নিষেধ করিয়াছে, এবং যাকুৰ মাতা পিতার আজ্ঞ মানিয়া পদ-অরামে প্রস্থান করিয়াছে, ইহা দেখিয়া ৮ এষৌ কিনানদেশীয়