বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^3).b পান করণের সময়ে তাহাদের সক্ষম হইলে সেই শাখার নিকটে তাহাদের গৰ্ত্তধারণ প্রযুক্ত চক্রচিত্রিত ও কর্বুরবর্ণ ও বিচিত্র, বৎস জন্মিল। * * পরে যাকুল সেই বৎস সকল পৃথক করিল, এবং লাবনের চক্ৰচিত্রিত ও কপিশবর্ণমেষের প্রতি অন্য মেষের দৃষ্টি রাখিল ; এই রূপে সে লাবনের পালের সহিত না, রাখিয়া আপন পালকে পৃথক করিল। ** এবং বলবান পশুগণ যেন শাখার নিকটে গৰ্ত্তধারণ করে, এই জন্যে নিপানের মধ্যে পশুদের সম্মুখে ঐ শাখা রাখিল ; " কিন্তু দুৰ্ব্বল পশুদের সম্মুখে রাখিল না। তাহাতে যত বলবান পশু, প্রায় সকলি যাকুবের হইল, কিন্তু দুৰ্ব্বল পশুগণ লাবনের হইল। *৩ অতএব যাকুব অতি বদ্ধিষ্ণু হইল, এবং তাহার পশু ও দাস ও দাসী ও উষ্ট্র ও গদর্ভ যথেষ্ট হইল। ৩১ অধ্যায়। ১ লাবনের নিকট হইতে যাকুবের পলায়ন, ১৭ ও লাবনের ঠাকুরদিগকে রাছেলের চুরি করণ, ২২ ও লাবনের যাকুবের পলায়ন সAবাদ পাওন, ২৫ ও তাছার পশ্চাৎ ধাবমান হওন, ৩০ ও তাম্বুতে ঠাকুর অন্বেষণ, ৩৩ ও লাবনের প্রতি যাকুবের তিরস্কার, ৪৩ ও যাকুবের সহিত লাবনের নিয়ম স্থির করণ। • অপর যাকুব আমাদের পিতার সৰ্ব্বস্ব হরণ করিয়াছে, আমাদের পিতার ধনহইতে তাহার এই সকল ঐশ্বৰ্য্য হইয়াছে, লাবনের পুত্রদের এই রূপ কথা যাকুবের কর্ণগোচর হইল। ২ এবং লাবন তাহার প্রতি fর ন্যায় নহে, ইহাও যাকুর তাহার মুখ দেখিয়াই বুঝিল। " এবং পরমেশ্বর- যাকুবকে কহিলেন, তুমি আপন পৈতৃক দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, আমি তোমার সহায় আছি। - অতএব যাকুব লোক পাঠাইয়া প্রান্তরে পশুদের নিকটে রাহেলকে ও লেয়াকে ডাকাইয়া কহিল, “ আমি দেখিতেছি, তোমাদের পিতার মুখ আমার প্রতি পূৰ্ব্বকার মত, নহে, কিন্তু আমার পিতার ঈশ্বর অামার সহায় আছেন। * তোমরা আপনার জান, আমি যথাশক্তি তোমাদের পিতার দাস্যকর্ম করিয়াছি। * তথাপি তোমাদের পিতা আমাকে প্রবঞ্চনা করিয়া দশ বার আমার বেতনের অন্যথা করিয়াছে; কিন্তু ঈশ্বর আমার ক্ষতি করিতে তাহাকে দেন নাই। ৮ কেননা চিত্রবিচিত্র তাবৎ পশুগণ তোমার বেতনস্বরূপ হইবে, এই কথা সে যখন আপনি কহিত, তখন সকল মেষাদি চিত্রবিচিত্ৰ : শাবক প্রসব করিত; এবং রেখাবিশিষ্ট পশু সকল , তোমার বেতনস্বরূপ, হইবে, ইহা 30 আদিপুস্তক ! . 箏 [৩১ অধ্যায়। যখন কহিত, তখন সকল মেষাদি রেখাবিশিষ্ট শাবক প্রসব করিত। - এই রূপে ঈশ্বর তোমাদের পিতার পশুধন লইয়া আমাকে দিয়াছেন । ** কেননা পশুদের গৰ্ত্তধারণকালে আমি স্বপ্নেতে স্বচক্ষুতে দেখিলাম, পান্সের মধ্যে স্ত্রীপশুদের উপরে যত পুRপশু উঠিতেছে, সকলি চক্ৰচিত্রিত ও চিত্রবিচিত্র ও রেখাবিশিষ্ট। * তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে যাকুব বলিয়া ডাকিলে আমি কহিলাম, আমি উপস্থিত আছি। * তাহাতে তিনি কহিলেন, ঐ চাহিয়া দেখ, স্ত্রীপশুদের উপরে যত পুং পশু উঠিতেছে, সকলি চক্ৰচিত্রিত ও চিত্রবিচিত্র ও রেখাবিশিষ্ট; কেননা তোমার প্রতি লাবন যেরূপ ব্যবহার করে, তাহা আমি দেখিলাম। ৩ যে স্থানে তুমি স্তম্ভের অভিষেক ও আমার নিকটে মানত করিয়াছ, সেই বৈথেলের ঈশ্বর আমি ; . এখন উঠিয়া এই দেশ ত্যাগ করিয়া আপন জ্ঞাতিদের দেশে ফিরিয়া যাও। * তাহাতে রাহেল ও লেয়া উত্তর করিল, এখন পিতার বাটীতে আমাদের কি কিছু অRশ ও অধিকার অাছে ? . ** আমরা কি তাহার কাছে. বিদেশিনীরূপে গণ্য নহি ? কেননা সে আমাদিগকে বিক্রয় করিয়া মূল্য ভোগ করিয়াছে। ** অতএব ঈশ্বর আমাদের পিতাহইতে যে সকল ধন হরণ করিয়াছেন, সে সকলি অামাদের ও আমাদের বংশের । ঈশ্বর তোমাকে যাহা কহিলেন, তুমি তাহাই কর। । - ** তখন যাকুব গাত্রোথান করিয়া আপন সন্তানগণ ও স্ত্রীদিগকে উষ্টারোহণ করাইয়। ১৮ আপনার উপাজ্জিত পশ্বাদি সকল অর্থাৎ পদনআরামে যে পশু ও যে সম্পত্তি উপাজ্জন করিয়াছিল, তাহ লইয়া কিনান দেশে আপন পিতা ইস্হাকের নিকটে প্রস্থান করিল। * তৎকালে লাবন মেষলোমচ্ছেদন করিতে গিয়াছিল; এই অবকাশে রাহেল আপন পিতার ঠাকুরদিগকে হরণ করিয়াছিল। ** পরে যাকুৰ কোন সমা- - চার না দিয়া আরামীয় লাবনকে বঞ্চনা করিয়া তাহার অজ্ঞাতসারে পলায়ন করিল * এই রূপে, সে আপন সৰ্ব্বস্ব লইয়া পলায়ন করিল, এবং ফরাৎ নদী পার হইয়া গিলিয়দৃ পৰ্ব্বত সম্মুখে রাখিয়া চলিল। . n ২২ পরে তৃতীয় দিনে লাবন যাকুবের এরূপ পলায়নের সংবাদ পাইয়। ২৩ আপন কুটুম্বদিগকে সঙ্গে লইয়া তাহার পশ্চাৎ ২ সপ্ত দিনের পথ দৌড়িয়া গিয়া, গিলিয়দৃ পৰ্ব্বতে তাহাকে ,ধরিল। . ** কিন্তু ঈশ্বর রাত্রিতে স্বপ্নযোগে অরামীয় লাবনের নিকটে উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, সাবধান, যাকুবকে ভাল মন্দ কিছুই | কহিও না । ,