বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԶ Ե- f ১৮ অপর নিকটবৰ্ত্তী হওনের পূৰ্ব্বে তাহার দূরহইতে তাহাকে দেখিয়া বধ করিতে মন্ত্রণ করিয়া পরমপর কহিল, ঐ দেখ, স্বপ্নদশক আসিতেছে। ২ ° আইস, আমরা উহাকে বধ করিয়া কোন গৰ্ত্তে ফেলিয়া দি ; পরে কোন হিংসুক জন্তু তাহাকে খাইয়াছে, এই কথা কহিব ; তাহাতে তাহার স্বপ্ন সকলের কি হয়, তাহ দেখি। - কিন্তু রূবেন তাহ শুনিয়া তাহাদের হস্তুহইতে তাহাকে রক্ষা করণার্থে কহিল, না, আমরা উহাকে বধ করিব না। ২ং রুবেন তাহাদের হস্তুহইতে তাহাকে রক্ষা করিয়া পিতার নিকটে পাঠাইতে মনস্থ করাতে পুনৰ্ব্বার তাহাদিগকে কহিল, তোমরা রক্তপাত না করিয়া উহাকে প্রান্তরের এই গভর্মধ্যে ফেলিয়া দেও, কিন্তু উহার প্রতি হস্ত তুলিও না।

    • পরে যুষফ ভাতৃগণের নিকটে আইলে তাহারা তাহার গাত্রীয় বস্ত্র, অর্থাৎ নানা বর্ণের বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে ধরিয়া এক গর্কে ফেলিয়া দিল ; কিন্তু সেই গৰ্ব শূন্য, তাহাতে জল ছিল না। ** পরে তাহারা ভোজন করিতে বসিয়া চাহিয়া দেখিল, গিলিয়দৃহইতে এক দল ইসমায়েলীয় ব্যবসায়ি লোক উটুবাহনে সুগন্ধি দ্রব্য ও গুগগুলু ও গন্ধরস লইয়া মিসর দেশে যাইতেছে। ২১ তখন যিহুদা ভাতৃগণকে কহিল, ভাতাকে বধ করিয়া তাহার রক্ত গোপন করিলে আমাদের কি লাভ ? ? ? অাইস, আমরা এই ইসমায়েলীয়দের হস্তে তাহাকে বিক্রয় করি ; তাহার হি৭সা করিব না ; কেননা সে আমাদের ভাতা ও আমাদের মাংসস্বরূপ তাহাতে তাহার ভাতৃগণ সম্মত হইল। ২৮ তখন সেই মিদিয়নীয় বণিকেরা নিকটস্থ হইলে তাহারা যুষফকে গৰ্বহইতে টানিয়া তুলিল; এবং বিংশতি রৌপ্যমূদ্র লইয়া ইসমায়েলীয়দের হন্তে যুষফকে বিক্রয় করিল ; তাহাতে তাহারা যুষফকে মিসরদেশে লইয়া গেল । --

২১ পরে রূবেন গন্ধের নিকটে ফিরিয়া গিয়া যুষফ গৰ্ত্তে নাই, ইহা দেখিয় আপন বস্ত্র চিরিল৷ ” এবং ভূতাদের নিকটে আসিয়া কহিল, সেই বালক নাই, এখন আমি কোথায় ঘাই ? * পরে তাহার যুষফের বস্ত্র লইয়। একটা ছাগ মারিয়া তাহার রক্তে ডুবাইল । *ং পরে সেই নানাবর্ণ বস্ত্র পিতার নিকটে পাঠাইয়া কহিল, আমরা এই মাত্র পাইলাম, ইহা তোমার পুত্রের বস্ত্র বটে . কি না, তাহ দেখ। ** তাহাতে সে তাহা চিনিয়া কহিল; ইহা অামার পুত্রের বস্ত্র বটে ; কোন হিংসুক জন্তু তাহাকে খাইয়াছে, যুষফ অবশ্য খণ্ডে ২ ছিন্ন হইয়াছে। * তখন যাকুব আপন বস্ত্র চিরিয়া 38 আদিপুস্তক l [৩৮ অধ্যায়। কটিদেশে চট পরিধান করিয়া পুত্রের জন্যে অনেক দিন পর্যন্ত শোক করিল । * এবK তাহার পুত্ৰগণ ও কন্যাগণ উঠিয় তাহাকে সাস্তুনা করিতে যতন করিলে সে প্রবোধ না মানিয়া কহিল, আমি শোকেতে পুত্রের নিকটে পরলোকে গমন করিব। এই রূপে তাহার পিতা তাহার জন্যে রোদন করিল। ** পরে সেই মিদিয়নীয়েরা মিসরদেশে পোটীফর নামে ফিরৌণের রক্ষকসেনাধিপতির নিকটে যুষফকে বিক্রয় করিল। ৩৮ অধ্যায় । ১ যিহুদ ও তাঁহার তিন পুত্র এর ও ওনন্য ও শেলার বিবরণ, ১২ ও শ্রী মরণের পর যিহুদার তিমাখাতে যাওন, ১৫ ও তাঁহার পুত্রবধুতে উপগত হওন, ২৪ ও তাঁহার দোষ প্রকাশ, ২৭ ও তা= হার পুত্রবধুর পেরস ও সেরহ এই দুই পুত্র হওন।

  • ঐ সময়ে যিহুদা আপন ভাতৃগণের নিকটহইতে অদুল্লমীয় হীরা নামে এক মনুষ্যের নিকটে গেলে , সে স্থানে শূয় নামে কোন কিনানীয় পুরুষের কন্যাকে দেখিয় তাহাকে লইয়া তাহাতে উপগত হইল। * অতএব সে গৰ্ববর্তী হইয়া পুত্র প্রসব করিলে সে তাহার নাম এর রাখিল । * পরে পুনৰ্ব্বার তাহার গৰ্ত্ত হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম ওনন রাখিল। * পুনৰ্ব্বার তাহার গৰ্ত্ত হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম শেল রাখিল ; ইহার জন্মকালে যিহুদা কিৰীবে ছিল । * পরে ঘিহুদা তামর নামনী কোন কন্যাকে আনিয়া আপন জ্যেষ্ঠ পুত্র এরের বিবাহ দিল। কিন্তু যিহুদার জ্যেষ্ঠ পুত্র এর পরমেশ্বরের সাক্ষাতে দুষ্ট হওয়াতে পরমেশ্বর তাহাকে বিনষ্ট করিলেন। ৮ তাহাতে যিহুদা ওননকে কহিল, তুমি আপন ভাতার স্ত্রীকে বিবাহ কর, ও তাহাতে উপগত হইয়া ভাতার ব^শ উৎপন্ন কর। - কিন্তু ঐ বংশ আপনার হইবে না, ইহা বুঝিয়া ওনন ভাতৃভাৰ্যাতে গমন করিলেও ভাতৃবংশ উৎপন্ন করণের অনিচ্ছাতে ভূমিতে রেতঃপাত করিল। * ° তাহার এমত কর্মেতে পরমেশ্বর অসন্তুষ্ট হইয় তাহাকেও নষ্ট করিলেন। • * তখন যিহুদা, ঐ তামর নামী পুত্রবধূকে কহিল, যে পয্যন্ত আমার শেল পুত্র বড় না হয়, তাবৎ তুমি বিধবা হইয় আপন পিত্রালয়ে গিয়া থাক । কেননা সে ভাবিল, পাছে ভাতাদের ন্যায় শেলাও মরে। অতএব তামর পিত্রালয়ে গিয়া বাস করিল। •
  • অপর বহুদিবসানন্তর শুয়ের কন্যা যিহুদার ভার্য মরিলে পর যিহুদী সাত্বনাযুক্ত