বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ অধ্যায় ] ফিরেীন সকল মিস্ট্রীয়দিগকে কহিল, তোমরা যুষফের নিকটে যাও ; সে যাহা কহে, তাহাই কর । * তখন সৰ্ব্বদেশেই দুৰ্ভিক্ষ হইলে যুষফ সকল স্থানের গোল খুলিয়া মিসিদিগকে শস্য বিক্রয় করিতে লাগিল। তথাপি মিসরদেশে প্রবল দুভিক্ষ হইল ঃ ** এবং নানাদেশীয় লোকের মিসরদেশে যুষফের নিকটে শস্য ক্রয় করিতে আইল, কেননা সকল দেশেই প্রবল দুর্ভিক্ষ হইল। ৪২ অধ্যায়। ১ স্বাকুবের পুত্রদের মিসরে শস্য কিনিতে যাওন, ৫ ও যুখফের নিকটে উপস্থিত হওম, ৯ ও তাছাদের সহিত যুবকের কঠিন ব্যবহার, ও বিন্যাगोम८क श्रiन्टिङ ब्राऊळ ८घ७ञ, २ 3 & उiश८घद्र ভ্রাতার প্রতি কৃত দোষের স্মরণ হওন, ২৫ ও ছালাতে টাকা রাখিয়া যুষফের তাহাদিগকে বিদায় করণ, ২৯ ও তে গিয়া পিতার কাছে তাহাঙ্গের সকল সমাচার দেওন, ৩৫ ও থাকুবের ভয় ও বিনামীনকে পাঠাইতে অস্বীকার করণ। ১ অপর মিসরদেশে শস্য আছে, এই কথা শুনিয়া যাকুব আপন পুত্রদিগকে কহিল, তোমরা পরস্পর মুখ দেখাদেখি করিতেছ কেন ? : সে আরো কহিল, দেখ, আমি শুনিলাম, মিসরে শস্য আছে, অতএব তোমরা তথায় গিয়া অামাদের জন্যে শস্য ক্রয় করিয়া আন ; তাহাতে আমরা বffচব, মরিব না। ৩ পরে ঘুষফের দশ ভাত শস্য ক্রয় করিতে মিসরে গেল। “ কিন্তু ষাকুব যুষফের সহোদর বিনামীনকে ভুতুিগণের সঙ্গে পাঠাইল না, কেননা সে কহিল, পাছে ইহার বিপদ ঘটে । -

  • তখন তথায় আগত লোকদের মধ্যে ইস্রায়েলের পুত্রগণও উপস্থিত হইল, কেননা কিনান্‌দেশেও দুর্ভিক্ষ ছিল । * তৎকালে যুষষ্ণ ঐ দেশের অধ্যক্ষ হওয়াতে সকল দেশের লোকদের স্থানে শস্য বিক্রয় করিতেছিল ; তাহাতে যুষফের ভাতৃগণ আসিয় তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। * তখন যুষফ আপন ভুতাদিগকে দেখিয়া চিনিল, কিন্তু তাহাদের কাছে অপরিচিতের ন্যায় ব্যবহার করিয়া নিষ্ঠুর কথাতে কহিল, তোরা কোথাহইতে আসিয়াছিল ? তাহারা কহিল, কিনাম্দেশহইতে শস্য কিনিতে আসিয়াছি। .৮ কিন্তু মূষফ আপন ভুতাদিগকে চিনলেও তাহারা তাহাকে চিনিতে পারিল না।
  • তখন যুষফ তাহাদের বিষয়ে পূৰ্ব্বদৃষ্ট স্বপ্ন স্মরণ করিয় তাহাদিগকে কহিল, তোর চার লোক, এই দেশের ছিদ্র অনুসন্ধান করিতে আসিয়াছিল। .*? তাহারা কহিল, হে প্রভো, তাহ।

G 2 আদিপুস্তক l פא 8 নয়, আপনকার এই দাসের শস্য কিনিতে অাসিয়াছে। । ** আমরা সকলে এক পিতার সন্তান ; আমরা বিশ্বাস্য লোক, আপনকার এই ভূত্যের চার নহে। * তখন সে তাহাদিগকে কহিল, না, ন, তোরা দেশের ছিদ্র দেখিতে আসিয়াছিস। ১৩ তাহার কহিল, আপনকার এই দাসেরা দ্বাদশ ভাত, কিনান দেশ নিবাসি এক জনের পুত্র ; দেখুন, আমাদের কনিষ্ঠ ভাত পিতার নিকটে আছে, এবং এক জন নাই । * তখন মূষষ্ণু তাহাদিগকে , পুনৰ্ব্বার কহিল, আমি তোদিগকে যে চারের কথা কহিতেছি, তোরা তাহাই বটিস। * আমি তোদের পরীক্ষা লইতে ফিরেীণের আয়ুর দিব্য করিয়া কহিতেছি, তোদের কনিষ্ঠ ভাত এ স্থানে না আইলে তোর এ স্থান হইতে বাহির হইতে পারিবি না । ** তোদের এক জনকে পাঠাইয় আপন ভুতাকে অান, তোরা বদ্ধ থাক ইহাতে তোদের কথার পরীক্ষ হইলে তোরা সত্যবাদী কি না, তাহা জানা যাইবে ; নতুবা অামি ফিরেীণের ; আয়ুর দিব্য করিয়া কহিতেছি, তোরা অবশ্য চার বটিস। * ইহা বলিয়া যুষফ তাহাদিগকে তিন দিন কারাগারে বন্ধ রাখিল । * পরে তৃতীয় দিনে তাহাদিগকে কহিল, ঈশ্বরের প্রতি আমার ভয় আছে ; এই কর্ম কর, তাহাতে বাচিব । ** তোমরা যদি বিশ্বাস্য লোক, তবে তোমাদের এক ভাই এই কারাগারে বন্ধ থাকুক ; তোমরা দুভিক্ষের জন্যে শস্য লইয়। বাটী গিয়া তোমাদের কনিষ্ঠ ভাতাকে আমার নিকটে আন তাহাতে তোমাদের কথা সপ্রমাণ হইলে তোমরা মরিব না । * - - খ * তখন তাহারা সম্মত্ত হইয়া পরসপার কহিল, আমরা আপন ভুতার বিষয়ে নিশ্চয় অপরাধী আছি, কেননা সে আমাদের কাছে বিনতি করি - লে আমরা তাহার মনের ব্যাকুলত দেখিয়াও তাহা শুনি নাই ; এই নিমিত্তে আমাদের এই বিপদ ঘটিল। ২ং তখন রূবেন তাহাদিগকে কহিল, তোমরা ঐ যুবার বিষয়ে পাপ করিও না, এই কথা আমি কি তোমাদিগকে কহি নাই ? কিন্তু তোমরা তাহা স্তন নাই ] দেখ, এখন তাহার রক্তের নিকাশ লওয়া . যাইতেছে। ২°. কিন্তু যুষফ যে তাহাদের এই কথোপকথন বুঝিল, ইহ তাহারা জানিতে পারিল না, কেননা সে দ্বিভাষিদ্বারা তাহাদের সহিত কথা কহিতেছিল। ** পরে যুষফ তাহাদের নিকটহইতে গিয়া ক্ৰন্দন করিল ; এবং পুনশ্চ আসিয় তাহাদের সঙ্গে কথোপকথন করিয়া তাহাদের মধ্যহইতে শিমিয়োনকে ধরিয়া তাহাদের সাক্ষাতেই বাধিল । ২* পরে, যুষফ তাহাদের ছালাতে শস্য ভরিয়৷ -- 43