বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ ২

    • তাশের হইতে তাতি উত্তম খাদ্য, জন্মিবে ; সে. রাজার উপাদেয় ভক্ষ্য যোগাইয়া দিবে। .

নপ্তালি দীর্ঘাঙ্গী হরিণীস্বরূপ, সে মনোহর বাক্য কহিবে। - * : * ~ * : * * * *

    • ঘূষফ ফলদায়ি বৃক্ষের পল্লবস্বরূপ, সে জলপ্রবাহের পাশ্বস্থিত ফলদায়ি, বৃক্ষের পল্লবস্বরূপ ; তাহার শাখা সকল . প্রাচীর অতিক্রম করে। ২° ধনুৰ্দ্ধরেরা, ক্লেশ দিয়া বাণাঘাত করিয় তাহার বিদ্রোহ করিয়াছিল ; , " কিন্তু ইস্রায়েলের পালক ও মূলপ্রস্তরস্বরূপ ও যাকুবের শক্তিমান ঈশ্বরদ্বারা তাহার, ধনুক, সৰল থাকিল, ও তাহার বাহু ও কর বলবান থাকিল। ** তোমার পৈতৃক ঈশ্বরের সাহায্যে ও সৰ্ব্বশক্তিমানের আশীৰ্ব্বাদে উপরিস্থ আকাশহইতে মো মঙ্গল হয়, এবং নীচস্থ গভীর সমুদ্রহইতে যে মঙ্গল , হয়, এবং স্তনহইতে ও গৰ্বহইতে যে মঙ্গল হয়, সে সকলি তোমাতে বৰ্ত্তিবে। ২ ° আমার পূৰ্ব্বপুরুষদের আশীৰ্ব্বাদ অপেক্ষ তোমার পিতার আশীৰ্ব্বাদ ফলজনক ; সে চিরস্থায়ি পৰ্ব্বতের সীমা পর্যন্ত বন্ধিত হইবে, ও যুষফের মস্তকে, অর্থাৎ আপন ভুাতৃকর্তৃক দূরীকৃত যে ব্যক্তি, তাহার মস্তকাগেই বাহুল্য রূপে বৰ্ত্তিৰে।

২• বিন্যামীন প্রাতঃকালে মৃগভক্ষণকারি ও সন্ধ্যাতে শিকার বণ্টনকারি বিদারক নেকড়িয়ার তুল্য হইবে। s ২৮ ইহারা ইস্রায়েলের দ্বাদশ বংশ ; ইহাদের পিতা আশীৰ্ব্বাদ করণ সময়ে এই কথা কহিয়া ইহাদের প্রত্যেক জনকে বিশেষ ২ আশীৰ্ব্বাদ করিল।

    • পরে যাকুব তাহাদিগকে কহিল, আমি আপন লোকদের সহিত সংগৃহীত হইব। ** অতএব ইব্রাহীম কবরস্থান অধিকারার্থে কিনানদেশে মমির পূৰ্ব্বস্থিত যে মকপেলা ক্ষেত্র হিন্তীয় ইফুেণের কাছে কিনিয়াছিল, সেই হিন্দ্রীয় ইফুোণের ক্ষেত্রস্থিত গুহাতে পিতৃলোকদের নিকটে আমার কবর দিও৷ ” সেই স্থানে ইব্রাহীমের ও তাহার ভাৰ্য্যা সারার এবং ইসহাকের ও তাহার ভাষা রিবকার কবর হইয়াছে, এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়াছি ; PR কেননা সেই ক্ষেত্র ও তন্মধ্যস্থ গুহা হিন্দ্রীয় সন্তানদের কাছে ক্রীত হইয়াছে। ** এই রূপে আপন পুত্রদিগকে আডা করণের সমাপ্তি করিলে পর ঘাকুব শয্যাতে দুই চরণ, একত্র করিয়া প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সR

গৃহীত হইল। o . . " * - 4 ৫০ অধ্যায়। । ১.যাকুবের জন্যে শোক করণ, ৭ ও যাকুবের কবর দিতে যাওন, ১৫ ও যুষফের ভ্রাতৃগণকে সত্ত্বিন 52 - - - আদিপুস্তক।

  • তখন, যুয়ফ.আপন.পিতার মুখে

[৫৬ অধ্যায়। , , করণ, ২২ ও যুষফের বংশের কথা.ও শেষ श्राञ्ज, ७ श्रृछु । l ; ، ، ٤. . . . یہ মুখ দিয়া রোদন করিয়া চুম্বন করিল। ২ এবং যুষফ আপন, পিতার দেহ বণিক দ্রব্যেতে অক্ষয় করিতে আপন ভূত্য চিকিৎসকগণকে আজ্ঞা করিল, তাহাতে চিকিৎসকের ইসায়েলের দেহ বণিকু দ্রব্যযুক্ত করিল। ° সেই কৰ্ম্ম করিতে চল্লিশ দিবস লাগিলে, তাহারা তাহাতে চল্লিশ দিন যাপন করিল ; মিস্ট্রীয় লোকেরাও তাহার নিমিত্তে সত্তর দিন পর্যন্ত . শোক করিল। . P. শোকের দিন উত্তীর্ণ হইলে যুষফ ফিরেীণের পরিজনকে কহিল, যদি আমার প্রতি তোমাদের অনুগ্রহ থাকে, তবে ফিরেীণের কর্ণগোচরে এই কথা কহ ; * আমার পিতা আমাকে দিব্য করাইয়। কহিয়াছেন, দেখ, আমি মরিলে কিমানদেশে আপনার জন্যে যে কবর খনন করিয়াছি, তাহাতে তুমি আমাকে রাখিও ; অতএব এখন আমাকে যাইতে দেও ; আমি পিতাকে কবর দিয়া, পুনৰ্ব্বার আসিব। - তাহাতে ফিরৌন কহিল, যাও, তোমার পিতা তোমাকে যে দিব্য করাইয়াছে, তুমি তদনুসারে তাহার কবর দেও।

  • তখন যুষফ আপন পিতার কবর দিতে যাত্র করিল ; তাহাতে রাজবাটার অধ্যক্ষ ফিরেীণের ভূতগণ ও মিসরদেশীয় অধ্যক্ষগণ ৮ এবং যুষফের সকল পরিবার ও তাহার ভাতৃগণ ও তাহার পিতৃগৃহের পরিবার তাহার সঙ্গে গমন করিল ; গোশন প্রদেশে কেবল তাহাদের বালকগণ ও মেষপাল ও গোপাল থাকিল । * তাহার সহিত রথ ও অশ্বারাঢ়গণ গমন করিল ; তাহাতে আতিশয় সমারোহ হইল। ** পরে তাহাৱা যদ্দন নদী পারস্থ আটদের শস্যমৰ্দ্দনস্থানে উপস্থিত হইলে তথায় মহাবিলাপ করিয়া রোদন,করিল ; যুষফ সেই স্থানে পিতার উদ্দেশে সাত দিন পর্যন্ত শোক করিল। • • আটদের শস্যমৰ্দ্দনস্থানে তাহাদের এরূপ শোক দেখিয় সেই দেশ নিবাসি কিনানীয় লোকেরা কহিল, মিস্ট্রীয়দের এ অতি দারুণ শোক; এই নিমিত্তে যদ্দন পারস্থ সেই স্থান আবেল মিসর (মিস্ট্রীয়দের শোক) নামে বিখ্যাত হইল। ** পরে যাকুব আপন পুত্রগণকে যেরূপ আজ্ঞা দিয়াছিল, তাহার তদনুসারে কর্ম করিল। ** ফলতঃ তাহার- পুত্রগণ তাহাকে কিনানদেশে লইয়া গিয়া হিন্দ্রীয় ইষ্ট্রোণের কাছে কবরস্থানার্থে ইব্রাহীমের ক্রীত মম্রির পূৰ্ব্বস্থ যে ক্ষেত্র, সেই মকপেল ক্ষেত্রের মধ্যবর্ষি, গুহাতে , তাহার কবর দিল। তাহার পিতার কবর হইলে পর যুষফ ও তাহার, ভাতৃগণ প্রভূতি, যত লোক তাহার পিতার কবর