বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] আসিয়া পিতার মেষপালকে জল পান করাইতে জল জুলিয়া নিপান পরিপূর্ণ করিলে • মেষপালকেরা আসিয়া তাহাদিগকে তাড়াইতে লাগিল, তাহাতে মুসা উঠিয় তাহীদের সাহায্য করিয়া তাহাদের মেষপালকে জল পান করাইল । ** পরে তাহারা আপন পিতা রয়েলের কাছে গেলে সে তাহাদিগকে জিজ্ঞাসা করিল, আদ্য তোমরা কি প্রকারে এত শীঘু আইলা ? -- তাহাতে তাহারা কহিল, এক জন মিস্ট্র মেষপালকদের হস্তহইতে আমাদিগকে উদ্ধার করিল, এবং আমাদের নিমিত্তে যথেষ্ট জল জুলিয়া মেষপালকে জল পান করাইল। ** তখন সে অাপন কন্যাদিগকে কহিল, সে ব্যক্তি কোথায় ? তোমরা তাহাকে কেন ছাড়িয়া আইলা ? তাহাকে ডাক ; সে আমাদের সহিত ভোজন করুক। ২১ পরে মুসা ঐ মনুষ্যের সহিত বাস করিতে সম্মত হইল ; তাহাতে সে অবশেষে মূসার সহিত আপন সিপেপার কন্যার বিবাহ দিল। ** পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিলে মূসা তাহার নাম গেশোম (এই স্থানে প্রবাসী) রাখিল, কেননা সে কহিল, আমি বিদেশে প্রবাসী হইয়াছি । , . . . of. * অনেক কাল পরে মিস্ট্রীয় রাজার মৃত্যু হইল, এবং ইস্রায়েলের সন্তানগণ দাসত্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্ৰন্দন করিলে তাছাদের দাসতরজন্য আৰ্ত্তনাদ ঈশ্বরের নিকটে উপস্থিত হইল । ২• তাহাতে ঈশ্বর তাহাদের বিলাপ শুনিয়া ইব্রাহীমের ও ইস্হাকের ও যাকুবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিয়া - ইসুয়েল বংশের প্রতি দৃষ্টিপাত করিলেন। ফলতঃ ঈশ্বর তাহাদের অবস্থা জানিলেন । - g ৩ অধ্যায় । ১ প্রজ্বলিত ঝোপে মূসার নিকটে ঈশ্বরের দর্শন দেওন, ৭ ও মূসার প্রতি ঈশ্বরের কথা, ১১ ও ঈশ্বরের সহিত মূসার আলাপ।

  • তৎকালাবধি মুসা আপন শ্বশুর যিথে নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চরাইত; এক দিন সে প্রান্তরের পশ্চাদ্ধাগে মেষপাল লইয়া গিয়া হোরেব নামে ঈশ্বরীয় পৰ্ব্বতে উপস্থিত হইলে, ও ঝোপের মধ্যস্থিত অগ্নিশিখাতে পরমেশ্বরের দূত তাহাকে দর্শন দিলেন; তখন সে দৃষ্টিপাত করিয়া দেখিল, ঝোপ অগ্নিতে জবলিতেছে, তথাপি ঝোপ নষ্ট হয় না। P অতএব মুসা কহিল, আমি এক পাশ্বে যাইয়া এই মহা আশ্চর্য দেখিয় ঝোপ কেন দগ্ধ হয় না, তাহা জানিব। - কিন্তু পরমেশ্বর যখন দেখিবার জন্যে তাহাকে এক , পাশ্বে যাইতে দেখিলেন, তখন ঝোপের মধ্যহইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহি

যাত্রাপুস্তক। $ (t লেন, “হে মূসা, হে মূসা' তাঁহাতে সে কহিল, এই ... আমি উপস্থিত "আছি । * তখন তিনি কহিলেন; এল স্থানের নিকটবৰ্ত্তী হইওনা, তোমার: পদহইতে পাদুকা দূর কর ; কেননা যে ಫ್ಲೀ সে পবিত্র ভূমি। • তিনি আরো কহিলেন, আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর, অর্থাৎ ইব্রাহীমের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর ও যাকুবেরা ঈশ্বর। তাহাতে মুসা ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হওয়াে আপন মুখ আচ্ছাদন করিল। " " ` * * পরে পরমেশ্বর কহিলেন, আমি মিসরে স্থিত আপন প্রজাদের ক্লেশ দেখিয়াছি, এব^ কার্যশাসকদের সমক্ষেতাহীদের রোদনও গুনিয়াছি ; ; আমি তাহাদের দযন্ত্রণ জ্ঞাত আছি। ৮ অতএব মিসিদের হস্তহইতে তাহাদিগকে উদ্ধার করিতে এবং এই দেশহইতে তাহাদিগকে উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কিনানীয় ও হিন্তীয় ও ইমোরীয় ও পিরির্ষীয় ও হিব্বীয় ও ফিলুষীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধমধুপ্রবাইি দেশে লইয়া যাইতে নামিলাম। দেখ, ইসুয়েল বংশের আন্তর্বর আমার কর্ণগোচর হইল, এবথ মিসিরা তাহাদের প্রতি যে দৌরাত্ম্য করে, তাহা অামি দেখিলাম। ** অতএব এখন আইস, আমি তোমাকে ফিরেীণের নিকটে প্রেরণ করি, তুমি মিসরহইতে আমার প্রজা ইসুয়েল ব৭ শদিগকে বাহির করিবা। : তাহাতে মুসা ঈশ্বরকে কহিল, আমি কে, যে ফিরেীণের নিকটে যাই, ও মিসরদেশহইতে ইসায়েল বংশকে বাহির করি ? *ং তখন তিনি কহিলেন, আমি তোমার সহায় হইব ; এব^ আমি যে তোমাকে প্রেরণ করিলাম, তাহার এই চিহ্ন জানিব, তুমি মিসরহইতে লোকসমুহকে বাহির করিয়া আনিলে তোমরা এই পৰ্ব্বতে ঈশ্বরের ভজনা করিব ও পরে মূসা ঈশ্বরকে কহিল, দেখ, আমি ইসায়েল বংশের নিকটে যাইয়া, তোমাদের পূৰ্ব্বপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিলেন, ইহা কহিব; কিন্তু তাহার নাম কি ? এ কথা যদি তাহারা জিজ্ঞাসা করে, তবে কি উত্তর করিব ? ? ? তাহাতে ঈশ্বর মূসাকে কহিলেন, আমি যে আছি সেই আছি; আরো কহিলেন, ইস্রায়েল বংশকে ইহা কহিও, স্বয়স্থ তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিলেন। * ঈশ্বর মুসাকে আরও কহিলেন, তুমি ইস্রায়েল বংশকে এই কথা কহিও, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর,অৰ্থাৎ ইব্রাহীমের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর ও যাকুবের ঈশ্বর যে যিহোবাঃ (স্বয়ন্ড )। তিনি তোমাদের নিকটে আমাকে পাঠাইলেন ; আমার এই নাম নিত্যস্থায়ী, 55