বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] মনুষ্যগণেতে ও পশুগণেতে উকুণ হইল, এবs মিসরদেশের সর্বত্র ভূমির সকল ধূলি উকুণ হইয়া উঠিল। ১৮ তখন মায়াবির আপনাদের মায়াতে তদ্রুপ করিয়া উকুণ উৎপন্ন করিতে যতন করিল বটে, কিন্তু পারিল না। এবং উকুণ মনুষ্যগণেতে ও পশুগণেতে হইলে ** মায়াবির ফিরেীণকে কহিল, এ ঈশ্বরের অঙ্গুলিকৃত কর্ম । তথাপি পরমেশ্বরের বাক্যানুসারে ফিরোণের অন্তঃকরণ কঠিন হইলে সে তাহাদের কথায় মনোযোগ করিল না।

    • অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয় ফিরেীণের সম্মুখে দাড়াও ; দেখ, সে জলের নিকটে আইলে তাহাকে এই কথা কহ, পরমেশ্বর কহেন, আমার সেবা করিতে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও । ** যদি আমার প্রজাদিগকে ছাড়িয়া না দেও, তবে আমি তোমাতে ও তোমার দাসগণেতে ও প্রজাদিগেতে ও গৃহেতে এমন মশকের বাক প্রেরণ করিব, যে মিসুিদের গৃহ ও বাসভূমি মশকেতে পরিপূর্ণ হইবে। ২২ কিন্তু জগতের মধ্যে আমিই পরমেশ্বর, ইহা তোমাকে জ্ঞাত করিতে সে দিনে আমার প্রজাদের নিবাসস্থান গোশন প্রদেশ ভিন্ন করিব ; সে স্থানে মশকের বাক হইবে না। ২৩ আমি আপন প্রজাদের ও তোমার প্রজাদের মধ্যে প্রভেদ করিব, কল্য এই চিহ্ন হইবে। ** পরে পরমেশ্বর সেই রূপ করিলেন, তাহাতে ফিরেীণের ও তাহার দাসগণের গৃহে যশকের এমত বৃহৎ বাক উপস্থিত হইল, যে মশকেতে সমস্ত মিসরদেশের উৎপাত হইল ।
    • তখন ফিরৌন মূসাকে ও হারোণকে ডাকাইয়া কহিল, তোমরা যাইয়া দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশে বলিদান কর। ২৯ তাহাতে মুসা কহিল, তাহ করা আমাদের উপযুক্ত নয়, কেননা আমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে মিসিদের ঘৃণাহ বলিদান করিতে হয়, কিন্তু মিসিদের সাক্ষাতে তাহীদের ঘৃণাহ বলিদান করিলে তাহার কি আমাদিগকে প্রস্তুরাঘাতে বধ করিবে না ? ** অতএব আমরা তিন দিনের পথ প্রাস্তরে যাইয় আমাদের প্রভু পরমেশ্বর যে আজ্ঞা দিবেন, তদনুসারে তাহার উদ্দেশে বলিদান করিব। ২৮ পরে ফিরৌন কহিল, আমি তোমাদিগকে ছাড়িয়া দিতেছি, তোমরা প্রান্তরে গিয়া আপন প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান কর; কিন্তু বহুদুর যাইও না, এবং আমার জন্যে প্রার্থনা কর। ২১ তখন মুসা কহিল, দেখ, আমি তোমার নিকটহইতে গিয়া পরমেশ্বরের কাছে প্রাথনা করিব, তাহাতে তোমার ও তোমার দাসগণের ও তোমার লোকদের নিকটহইতে কল্য

যাত্রাপুস্তক। సీe } সকল মশকের বাঁক দূরে যাইবে; কিন্তু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করশার্থে লোকদিগকে ছাড়িয়া দিতে ফিরেীন পুনৰ্ব্বার প্রবঞ্চন না করুক। ** পরে মুসা ফিরেীণের নিকটহইতে বাহিরে গিয়া পরমেশ্বরের কাছে প্রার্থনা করিল। ** তাহাতে পরমেশ্বর মূসার প্রার্থনানুসারে ফিরৌন ও তাহার দাসগণ ও প্রজা সকলহইতে তাবৎ মশকের বাক দূর করিলেন ; একটিও অবশিষ্ট থাকিল না। তই সেই সময়েও ফিরেীন আপন অন্তঃকরণ কঠিন করিয়া লোকদিগকে ছাড়িয়া দিল না। ১ অধ্যায় । • मज्जददद्र रूर्श1, ४ ७ यांनूरु ७ श्रृंख८पद्र ग८थJ স্ফোটকের কথা, ১৩ ও শিলাবৃষ্টির কথা, ২২ ও শিলাবৃষ্টি হওন, ২৭ ও মূসার নিকটে ফিরোণের নিবেদন, ও তাছার মন কঠিন হওন।

  • অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ফিরোণের নিকটে গিয়া তাহাকে কহ, ইন্ত্রিদের প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, আমার সেবা করিতে তুমি আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও। ২ কিন্তু যদি তাহাদিগকে ছাড়িয়া দিতে অসম্মত হইয়া এখনও বাধা দেও, ” তবে তোমার ক্ষেত্রস্থ অশ্ব ও গৰ্দ্দভ ও উষ্ট্র ও গো ও মেষ প্রভূতি পশুদের উপরে পরমেশ্বর হস্ত বিস্তার করিবেন ; তাহাতে তাহার মধ্যে অতিশয় মহামারী হইবে। “ কিন্তু পরমেশ্বর ইসুয়েলীয়দের পশুতে ও মিস্লিদের পশুতে ভেদ করিবেন; তাহাতে ইসুয়েল বংশের কোন পন্ত মরিবে না। “ পরমেশ্বর সময় নিরূপণ করিয়া কহিলেন, কল্য আমি দেশে এই কর্ম করিব। - পরদিনে পরমেশ্বর সেই রূপ করিলে মিসুিদের সকল পশু মরিল, কিন্তু ইসুয়েল বংশের পশুদের মধ্যে একটাও মরিল না। * তখন ফিরেীন লোক প্রেরণ করিয়া ইসুয়েল বংশের একটা পশুও মরে নাই, ইহা দেখিল ; তথাপি ফিরেীণের অন্তঃকরণ কঠিন হওয়াতে সে লোকদিগকে ছাড়িয়া দিল না।
  • অপর পরমেশ্বর ও হারোণকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয়া চুলার ভস্ম লও, পরে মুসা ফিরেীণের সাক্ষাতে তাহ আকাশের দিগে ছড়াউক । * তাহাতে তাহা সমস্ত মিসরদেশব্যাপি ধূলিস্বরূপ হইয়া মিসরদেশের সৰ্ব্বত্র মনুষ্য ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত সেফাটক জন্মাইবে। * তখন তাহারা চুলার ভস্ম লইয়া ফিরেীণের সম্মুখে দাড়াইল। পরে মুসা আকাশের দিগে তাহা ছড়াইয়া দিলে মনুষ্যদের ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত সেফাটক হইল। ** সেই

61