বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] এবং আমিই পরমেশ্বর, ইহা জ্ঞাত হইব। * তখন মুসা ও হারোণ, ফিরেীণের নিকটে গিয়া কহিল, ইন্ত্রিদের প্রভু পরমেশ্বর কহেন, তুমি আমার সম্মুখে নমু হইতে কত কাল অসস্মত থাকিবা ? আমার সেবা করিতে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও৷ ” কিন্তু যদি ছাড়িয়া দিতে অসন্মত হও, তবে দেখ, আমি কল্য তোমার সীমাতে পঙ্গপাল আনিব। ৭ তাহার তোমার সমস্ত দেশ এয়ত আচ্ছন্ন করিবে, যে কেহ ভূমি দেখিতে পাইবে না ; এবং শিলাবৃষ্টিহইতে রক্ষিত ও অবশিষ্ট যে কিছু অাছে, তাহা তাহারা খাইবে, এবং ক্ষেত্রোৎপন্ন তোমাদের বৃক্ষ সকলও খাইবে। - এবং তাহাদ্বার তোমার গৃহ ও তোমার দাসগণের গৃহ ও তাবৎ মিস্ট্রীয় লোকের গৃহ পরিপূর্ণ হইবে ; এই দেশে তোমার পূর্বপুরুষদের ও তাহাদের পূর্বপুরুষদের জন্মাবধি অদ্য পর্যন্ত কখন এরূপ দেখা যায় নাই। তখন মূসা মুখ ফিরাইয়া ফিরেীণের নিকটহইতে বাহিরে গেল।

  • পরে ফিরেীণের দাসগণ তাহাকে কহিল, এ ব্যক্তি কত কাল আমাদের ফাদস্বরূপ থাকিবে ? এই লোকদের প্রভু পরমেশ্বরের সেব করিতে ইহাদিগকে ছাড়িয়া দেও ; মিসরদেশ নষ্ট হইল, ইহা কি তুমি এখনও বুঝ না ? ৮ তখন মূসা ও হারোণ ফিরেীণের নিকটে পুনৰ্ব্বার আনীত হইলে সে তাহাদিগকে কহিল, তোমরা আপন প্রভ পরমেশ্বরের সেবা করিতে যাও ; কিন্তু কে ২ যাইব ? - তাহাতে মূসা কহিল, আমরা আবাল বৃদ্ধ সকলে যাইব, আপন ২ পুত্র কন্যাগণ এবং গোমেষাদি পালকেও সঙ্গে লইয়া যাইব, কেননা পরমেশ্বরের উদ্দেশে উৎসব করিতে হইবে। * তখন ফিরৌন তাহাদিগকে কহিল, হী, পরমেশ্বর তোমাদের সাহায্য করুন ! আমি না কি তোমাদিগকে ও তোমাদের বালকগণকে ছাড়িয়া দিব ? দেখ, অনিষ্ট কর্ম করা তোমাদের অভিপ্রায়। ** এরূপ নয়, তোমাদের পুরুষের গিয়া পরমেশ্বরের সেবা করুক ; কারণ তোমরা ইহাই প্রার্থনা করিয়াছিল। পরে তাহার ফিরেীণের সমমুখহইতে দূরীকৃত হইল।
    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, ভূমি মিসরদেশে পঙ্গপালার্থে আপন হস্ত বিস্তার কর, তাহাতে তাহারা মিসরদেশে আসিয়া শিলাবৃষ্টিহইতে অবশিষ্ট জুমির তৃণাদি সকল ভক্ষণ করবে। * তখন মূসা মিসরদেশের উপরে আপন ঘটি বিস্তার করিলে ঐ সমস্ত দিবারাত্রি ..পরমেশ্বর দেশে পূৰ্ব্বীয় বায়ু বহাইলেন ; পরে প্রাতঃকালে পূৰ্বীয় বায়ুদ্বারা পঙ্গপাল উপস্থিত

যাত্রাপুস্তক। Š) vU) হইল। * তাহাতে সমুদয় মিসরদেশে পঙ্গপাল ব্যাপ্ত হইল ; মিসরের তাবৎ অঞ্চলে পঙ্গপাল পড়িল। সে রূপ ভয়ানক পঙ্গপাল পূৰ্ব্বে কখনো হয় নাই, এবং পরেও কখনো হইবে না। * তাহারা সকল ভূমি আচ্ছন্ন করিল, ও তাহাঁদের দ্বারা দেশ অন্ধকারাবৃত হইল, এবং ভূমির যে তৃণ ও বৃক্ষাদির যে ফল শিলাবৃষ্টি হইতে রক্ষা পাইয়াছিল, সে সমস্তু তাহারা ভক্ষণ করিল ; তাহাতে সমস্ত মিসরদেশে বৃক্ষ ও ক্ষেত্রের তৃণ প্রভূতি হরিদ্বর্ণ কিছুই থাকিল না। : ** তখন ফিরৌন মূসাকে ও হারোণকে শীঘু ডাকাইয়া কহিল, আমি তোমাদের প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে ও তোমাদের বিরুদ্ধে, পাপ করিলাম। ** বিনয় করি, কেবল এই বার আমার পাপ ক্ষমা করিয়া আমাহইতে এই কালস্বরূপকে দূর কুরিতে আপনাদের প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা কর। ৮ তাহাতে সে ফিরেীণের নিকটহইতে বাহিরে গিয়া পরমেশ্বরের কাছে প্রার্থনা করিলে ** পরমেশ্বর প্রবল পশ্চিম বায়ু আনাইয়া দেশহইতে পঙ্গপালদিগকে উঠাইয়। সূফ সাগরে নিক্ষেপ করিলেন, তাহাতে মিসরের কোন অঞ্চলে একটাও পঙ্গপাল থাকিল না। ২ ° কিন্তু পরমেশ্বর ফিরেীণের হৃদয় কঠিন করিলে সে ইসুয়েল বংশকে ছাড়িয়া দিল না।

    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি আকাশের দিগে হস্ত বিস্তার কর । তাহাতে মিসরদেশে অন্ধকার হইবে, ও অন্ধকার প্রযুক্ত লোকেরা হাতড়াইবে। ২ং পরে মূসা আকাশের দিগে হস্ত বিস্তার করিলে তিন দিন পর্যন্ত মিসরদেশের সর্বত্র এমত গাঢ় অন্ধকার হইল, ২° যে এক জন অন্যকে দেখিতে পাইল না, ও তিন দিন পয্যন্ত কেহ আপন স্থান হইতে উঠিতে পারিল না ; কিন্তু ইসুয়েল বংশের সকল বাসস্থানে আলো ছিল । t

২• তখন ফিরৌন মূসাকে ডাকাইয়া কহিল, তোমরা পরমেশ্বরের সেবা করিতে যাও ; বালকগণও তোমাদের সঙ্গে যাউক, কেবল তোমাদের মেষগবাদি পাল থাকুক। ২৭ তাহাতে মুসা কহিল, আমরা আপনাদের প্রভু পরমেস্বরের উদ্দেশে যে বলি ও হোমদ্রব্য উৎসর্গ করিব, তাহাও আমাদের হস্তে সমপর্ণ করা তোমার উচিত। ২* আমাদের পশুগণ আমাদের সহিত যাইবে, এক খুরও অবশিষ্ট থাকিবে না ; কেননা আমাদের প্রভু পরমেশ্বরের সেবার্থে তাহাদের মধ্যহইতে বলি লইতে হইবে, কিন্তু কি দিয়া পরমেশ্বরের সেবা করিব, তাহা সে স্থানে উপস্থিত না হইলে । আমরা জানিতে পারি না । * অপর পরমেশ্বর ফিরেীণের 63