বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯ অধ্যায় ]

  • পরে মূসা ঈশ্বরের নিকটে আরোহণ করিলে পরমেশ্বর পর্বতহইতে তাহাকে ডাকিয়া কহিলেন, তুমি যাকুবের বংশকে এই কথা কহ, ও ইসায়েলের সন্তানগণকে ইহা জ্ঞাত কর। * আমি মিসিদের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন উৎক্রোশ পক্ষির পক্ষদ্বারা, তেমমি তোমাদিগকে ছয় আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। “ এখন যদি তোমরা আমার কথা শুন ও আমার নিয়ম পালন করত তবে তাবৎ পৃথিবী আমার হইলেও তোমরা সকল লোক অপেক্ষা আমার বিশেষ অধিকার হইবা, এবং আমার নিমিত্তে যাজকদের এক রাজব^শ ও পবিত্র এক জাতি হইবা, এই সকল কথা তুমি ইয়ায়েল বংশকে কহ। -
  • তখন মূসা আসিয়া লোকদের প্রাচীনগণকে ডাকাইয়া পরমেশ্বরের আজ্ঞাপিত এই সকল কথা তাহাদের সমুখে প্রস্তাব করিল। ৮ তাহাতে তাবৎ লোক এক সঙ্গে সকলেই স্বীকার করিয়া কছিল, পরমেশ্বর যে সকল কহিলেন, আমরা তাহা করিব। তখন মূসা পরমেশ্বরের কাছে লোকদের কথা নিবেদন করিলে ৯ পরমেশ্বর মূসাকে কহিলেন, দেখ, আমি নিবিড় মেঘে তোমার নিকটে আসিব, তাহাতে লোকেরা তোমার সহিত আমার আলাপ শুনিতে পাইয়া সৰ্ব্বদা তোমাতে প্রত্যয় করিবে। পরে মূসা লোকদের কথা পরমেশ্বরকে জ্ঞাত করিল।
    • তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি লোকদের নিকটে যাইয়া আদ্য ও কল্য বস্ত্র ধৌত করাইয় তাহাদিগকে পবিত্র কর। * তৃতীয় দিনের জন্যে সকলে প্রস্তুত হউক, কেননা তৃতীয় দিনে পরমেশ্বর সকল লোকের সাক্ষাতে সীনয় পৰ্ব্বতের শৃঙ্গে নামিবেন। ’ই অতএব তুমি লোকদের চতুদিগে সীমা নিরূপণ করিয়া এই কথা কহ, তোমরা পৰ্ব্বতারোহণে কিম্বা তাহার সীমা সপশ করণে সাবধান হও, কেননা যে কেহ পৰ্ব্বত সপর্শ করিবে, সে অবশ্য হত হইবে। ** অতএব কেহ যেন তাহাতে হস্ত সপশ না করে ; যদি করে, তবে সে অবশ্য প্রস্তুরাঘাতে হত হইবে, কিম্ব বাণদ্বারা বিদ্ধ হইবে। পশু হউক কি মনুষ্য হউক, কদাচ বঁচিবে না ; তুরী বাজিলে তাহারা পৰ্ব্বতের নিকটে আসিবে।
  • পরে মূসা পৰ্ব্বতহইতে নামিয়া লোকদের নিকটে আসিয়া তাহাদিগকে পবিত্র করিল, এবং তাহারা আপন ২ বস্ত্ৰ ধৌত করিল। ** পরে সে লোকদিগকে কহিল, তোমরা তৃতীয় দিনের জন্যে প্রস্তুত হও } আপন ২ ভাষার নিকটে যাইও না। ** পরে তৃতীয় দিন প্রাতঃকাল হইলে মেঘগজ্জন ও বিদ্যুৎ ও পৰ্ব্বতের উপরে

L যাত্রাপুস্তক l N) নিবিড় মেঘ ও অতিশয় উচ্চৈঃস্বরে তুরীধ্বনি হইতে লাগিল; তাহাতে শিবিরস্থ তাবৎ লোক কম্পান্বিত হইল। ** পরে মূসা ঈশ্বরের সহিত সাক্ষাৎ করাইতে লোকদিগকে শিবির হইতে বাহির করিলে তাহার। পৰ্ব্বতের তলে দাড়াইল। * তখন সমস্ত সীনয় পৰ্ব্বত ধূমময় ছিল ; কেননা পরমেশ্বর অগ্নিবাহনে তাহার শিখরে অবরোহণ করাতে চুলার ধূমের ন্যায় তাহাহইতে ধুম উঠিতেছিল ; এবং সকল পৰ্ব্বত অতিশয় কঁাপিতেছিল। ** পরে ক্রমে ২ তুরীর শব্দ অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল; তখন মূসা কথা কহিলে ঈশ্বর আকাশবাণীতে তাহার উত্তর করিলেন। ২*পরমেশ্বর সীনয় পৰ্ব্বতে অর্থাৎ পৰ্ব্বতের শিখরে নামিলে পর মূসাকেও সেই পৰ্ব্বতশিখরে ডাকিলেন তাহাতে মূসা আরোহণ করিল। ** তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি নামিয়া গিয়া লোকদিগকে আদেশ কর, পাছে পরমেশ্বরকে দেখিতে সীমা লঙঘন করিলে তাহাদের অনেকে বিনষ্ট হয়। ২২ আর যে যাজকগণ পরমেশ্বরের নিকটবৰ্ত্তী হইয়া থাকে, তাহারাও আপনাদিগকে পবিত্র করুক, পাছে তিনি তাহা৯ দের উপরে আক্রমণ করেন। ২৩ তাহাতে মূসা পরমেশ্বরকে কহিল, লোকের সীনয় পৰ্ব্বতে আরোহণ করিতে পারে না, কেননা পৰ্ব্বতের সীমা নিরূপণ কর, ও তাহা পবিত্র কর, এই আজ্ঞা তুমি আমাদিগকে দিয়াছ। ২° তখন পরমেশ্বর তাহাকে কহিলেন, যাও, নাম ; পরে তুমি হারোণকে সঙ্গে করিয়া আরোহণ কর, কিন্তু যাজকগণ ও লোকেরা পরমেশ্বরের নিকটে অfসিতে সীমা অতিক্রম না করুক, পাছে তিনি তাহাদের উপরে আক্রমণ করেন । ২* তখন মূসা লোকদের কাছে নামিয় তাহাদিগকে সেই রূপ আজ্ঞা করিল। ২০ অধ্যায় । ,

  • छ्भं यां७aांद्र ॐधंशंभ उi१i, १२ ७ प्रश्नं व्रiख्ळांज्ञ छिতীয় ভাগ, ১৮ ও লোকদের ভয় ও তাহাদের প্রতি মুসার সাত্বনীর কথা, ২২ ও দেবপুঞ্জ নিষেধ, ২৪ ও পরমেশ্বরের বেদি নির্মাণ বিধি।
  • পরে ঈশ্বর এই সকল কথা কহিলেন, ‘ আমি তোমার প্রভু পরমেশ্বর, যিনি দাস্যগৃহস্বরূপ মিসরদেশহইতে তোমাকে বাহির করিয়া আনিब्राप्छ्न । . .

৩ আমার সাক্ষাতে তোমার আর কোন দেবতা না থাকুক। • উপরিস্থ স্বর্গে ও নীচস্থ পৃথিধীতে ও পৃথিবীর নীচস্থ জলেতে যাহা ২ অাছে, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা প্রভৃতি তাহাদের কোন মূৰ্ত্তি নির্মাণ করিও না। " এবং 73