বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ] ২৮ আর বিচারকর্বাকে নিন্দ করিও না, এব^ স্বজাতীয় লোকদের শাসনকৰ্ত্তাকে শাপ দিও না।

    • আর তোমার প্রথমপক শস্য ও দ্রাক্ষারস নিবেদন করিতে বিলম্ব করিও না, এব^ তোমার প্রথমজাত পুত্রগণকে আমাকে দেও। ** এব^ আপন গো ও মেষবৎসের প্রতি সেই রূপ কর, সে সাত দিন আপন মাতার সহিত থাকিবে, অষ্টম দিনে তুমি তাহ আমাকে দেও।
    • আর তোমরা আমার পবিত্র লোক হইবা; ক্ষেত্রেতে বিদীর্ণ মাংস খাইও না ; কুক্কুরদের, কাছে তাহ ফেলিয়া দেও।

২৩ অধ্যায়। ১ অপবাদের কথা, ২ ও অন্যায়ের কথা, ৪ ও উপকারের কথ1, & ও ন্যfয় করণের কথা, ৮ ও উৎকোচের কখl, ৯ ও বিদেশির কথা, ১০ ও ভূমি বিষয়ের কথা, ১২ ও বিশ্রামবারের কথা, ১৩ ও দেবপূজার কথা, ১৪ ও বৎসরে তিন উৎসবের কথা, ১৮ ও বলিদানের কথা, ২০ ও অগ্ৰগামি দূতের কথা, ২৬ ও আশীৰ্ব্বাদের কথা ।

  • তুমি মিথ্যা জনশ্রুতিতে হাত দিও না, ও অন্যায় সাক্ষী হইয়া দুজনের সহায়তা করিও না।

ং তুমি করিতে বহু লোকের পশ্চাদ্বী হইও না, এবং বিচারে অন্যায় করণার্থে বহু লোকের পক্ষ হইয়া প্রতিবাদ করিও না। ৩ দরিদ্রের বিচারে তাহারও পক্ষপাত করিও না। * তুমি শত্রুর গো কিম্বা গৰ্দ্দভকে পথহারা দেখিলে অবশ্য তাহার নিকটে তাহাকে লইয়া যাইব । * আর তুমি আপিন বিপক্ষের গৰ্দ্দভকে ভারের নীচে পতিত দেখিলে তাহার উপকার করিতে অসম্মত না হইয়া অবশ্য তাহার সঙ্গে তাহার উপকার করিব । ° দরিদ্র প্রতিবামির বিচারে তাহার প্রতি অন্যায় করিও না। " এবং মিথ্যা কথাহইতে দূরে থাক, এবং নিৰ্দ্দোষকে ও ধার্মিককে নষ্ট করিও না, কেননা আমি নিৰ্দ্দোষ করিব না। ৮ তুমি উৎকোচ গ্রহণ করিও না, কেননা উৎকেচি জ্ঞানিদিগকে অন্ধ করে, এব^ ধার্মিকদের কথা উলটায়।

  • আর বিদেশির প্রতি উপদ্রব করিও না, কেননা তোমরা মিসরদেশে বিদেশী ছিল, তাহাতে বিদেশির অন্তঃকরণের ভাব জ্ঞাত আছ ৷
    • আর তুমি আপন ভূমিতে ছয় বৎসর পর্যন্ত বীজ বপন কর ও তাহাহইতে শস্য স২গ্রহ কর । ** কিন্তু সপ্তম বৎসরে তাহাকে বিশ্রাম দেও ও ক্ষান্ত রাখ ; তাহাতে তোমার স্বজাতীয় দরিদ্রগণ খাইতে পাইবে, ও তাহীদের ভোজনাবশিষ্ট বস্তু বনপগুরা খাইবে ; এব^

যাত্রাপুস্তক। 영 업 তোমার দ্রাক্ষাক্ষেত্র ও সেই রূপ কর।

  • ং এবং তুমি ছয় দিন আপন কর্ম করিয়া সপ্তম দিনে বিশ্রাম কর ; তাহাতে তোমার গো ও গৰ্দ্দভ সকলে বিশ্রাম পাইবে, এবং তোমার দাসীপুত্র ও বিদেশি লোক বিশ্রাম পাইবে।
  • ৩ আমি তোমাদিগকে যাহা ২ কহিলাম, তদ্বিষয়ে সাবধান হও; ইতর দেবগণের নাম স্মরণ করাইও না, তোমাদের মুখহইতেও তাহার উচ্চারণ না হউক ।
    • ভূমি বৎসরের মধ্যে তিন বার আমার উদ্দেশে উৎসব করিও। * তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করিও ; আমার আজ্ঞানুসারে নিরূপিত সময়ে অর্থাৎ অবিীব মাসে সাত দিন তাড়ীশূন্য রুটী ভোজন করিও, কেননা সেই মাসে তুমি মিসরদেশহইতে মুক্তি পাইয়াছ ; এব^ কেহ রিক্ত হন্তে আমার নিকটে উপস্থিত না হউক। ** আর তুমি ক্ষেত্রেতে যাহ। ২ বুনিয়াছ, তাহার প্রথমপক্ক শস্য ছেদনের উৎসব পালন করিও ; এব^ বৎসরের শেষে ক্ষেত্রহইতে ফল সRগুহ করণ কালে ফলসঞ্চয়ের উৎসব পালন করিও । ** এই রূপে বৎসরের মধ্যে তিন বার তোমার তাবৎ পু৭জাতি প্ৰভু পরমেশ্বরের সাক্ষাতে উপস্থিত হইবে। -
  • আর তুমি আমার প্রতি তাড়ীযুক্ত রুটীর সহিত বলির রক্ত নিবেদন করিও না ; এব^ আমার উৎসব সম্পৰ্কীয় মেদ প্রাতঃকাল পর্যন্ত না থাকুক তোমার ক্ষেত্রের প্রথমজাত উত্তম ফল তোমার প্রভু পরমেশ্বরের গৃহে আনিও ; এবং ছাগবৎসের মাৎস তাহার মাতৃদুগ্ধেতে পাক করিও না । - -

২° দেখ, আমি পথে তোমাকে রক্ষা করিতে এব। আমার প্রস্তুত স্থানে তোমাকে আনয়ন করিতে তোমার আগ্লে ২ এক দূতকে প্রেরণ করিতেছি । ২ ° কিন্তু র্তাহাহইতে সাবধান, র্তাহার কথা শুনিও, এব^ তাহার অসন্তোষ জন্মাইও না ; কেননা তাহার অন্তরে আমীর নাম থাকাতে তিনি . তোমাদের দোষ ক্ষমা করিবেন না। ২২ আর তুমি যদি নিতান্ত র্তাহার কথা শুন, এব^ যাহা ২ কহি তাহ ২ কর, তবে আমি তোমার শত্ৰুদের শত্রু ও বৈরিদের বৈরী হইব। * তৃাহাতে আমার দূত তোমার আগ্নে ২ যাইয়া ইমোরীয় ও হিন্তীয় ও পিরিষীয় ও কিনানীয় ও হিব্বীয় ও ঘিদূষীয়দের দেশে তোমাকে আনয়ন করিবেন, এবং আমি তাহাদিগকে উচ্ছিন্ন করিব। ২ ° আর তুমি তাহাঁদের দেবগণকে প্রণাম করিও না, এবং তাহাদের সেবা করিও না, ও তাহাদের ক্রিয়ার r 77 জিতবৃক্ষের প্রতিও