k . ব্ৰহ্মদর্শন । - ২৫ ব্ৰহ্মদর্শন । প্র । অনুভব, উপলব্ধি ও দর্শনের মধ্যে প্রভেদ কি ? উ । অনুভব এই তিনের নিকৃষ্ট অবস্থা। ঈশ্বর আছেন, ইহা অনুভব করা কি ? না চিত্ত করিয়া তাহা জ্ঞানগোচর করণ । উপলব্ধি অর্থ ঠিকৃ সাক্ষাৎ লাভ নয়, কিন্তু ধ্যানদ্বারা কিয়ৎ পরিমাণে আয়ত্ত করিয়া রাখা। দর্শন অর্থাৎ সাক্ষাৎকার লাভ, ইহা অতি স্পষ্ট ও উজ্জ্বলভাব এবং ইহাতে চিত্ত৷ কল্পনার সাহায্য আবশ্যক নয়। ঈশ্বর নিশ্চয়ই সম্মুখে আছেন, কেবল সাক্ষীর ন্যায় তাহাকে দেখা । প্র । ঈশ্বর পাপীকে দেখা দেন কি না ? উ। র্তার নাম যখন অধুমতারণ, পতিতপাবন, তখন তিনি পাপীকে যে দেখা দেন তার সংশয় কি ? কেহ আপনার পুণ্যের বলেত তাহাকে দেখিতে পায় না । তিনি অ পিনার কৃপাগুণে পাপী পুণ্যবান উভয়কে দেখা দেন। পাপী পাপ বিকারের মধ্যে চৈতন্য লাভ করিয়া তাহাকে অম্বেষণ করে, পুণ্যবান সৎকাৰ্য্য করিয়া তার প্রেমে আরো মুগ্ধ হইতে থাকেন। আসল কথা এই, পাপী সকলেই এবং আধ্যাত্মিক জগতের চিকিৎসা শাস্ত্রে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ। যে অবস্থায় আমরা তার দর্শন লাভের জন্য প্রস্তুত অথবা যে অবস্থায় দেখা দিলে আমাদের কল্যাণ হইতে পারে, সেই অবস্থাতেই তিনি দেখা দেন । প্র । পুণ্যরানের কি তাহার অধিক দর্শন পান না ? উ। কোন মুল্য দিয়া ঈশ্বরকে ক্রয় করা যায় না, আমাদের ) -
পাতা:ধর্ম্মসাধন.djvu/১০৯
অবয়ব