পাতা:ধর্ম্মসাধন.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-সাধন। | عصعصعصبحتكهنة في ديسمحمد حصد | আরাধনা | ‘. প্রশ্ন। সত্যং জ্ঞানমনস্তং ব্ৰহ্ম । আনন্দরূপমমৃতং যদ্বিভাতি । | শাস্তং শিবমদ্বৈতম। শুদ্ধমপাপবিদ্ধম্। এই সকল বাক্যের প্রকৃত অর্থ কি ? . . ... " . . . উত্তর। উপাসনার চারি অঙ্গ—আরাধন,ধ্যান, কৃতজ্ঞতা ও প্রার্থনা। প্রথমে আরাধনা আবশুক। সেই আরাধনা এই শ্লোকটর উদেশু। ইহাতে ঈশ্বরের কতকগুলি গুণ বর্ণনা ( আছে, কিন্তু আমরা গুণগুলি ভাবি না, আমরা গুণের উপাসক w) নই। এই গুণগুলি যাহার আছে, সেই গুণাধারই আমাদিগের : | ধ্যেয় ও আরাধ্য। আরাধনার গাঢ় ভাবই ধ্যান। ঈশ্বরের এক : ) এক স্বরূপ ধরিয়া তাহার আরাধনা করিতে করিতে চিত্ত ধ্যানে নিমগ্ন হয়, এবং তখন “তুমি আমার, আমি তোমার” তাহার : সহিত এই সাক্ষাৎ মধুর সম্বন্ধ অনুভূত হইতে হইতে প্রাণ তন্ময় : 7. হইয়া যায়।