পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য । ున ved and I die in faith" 2is stf eitfä stata clai করিয়াছি এবং তোমাতে বিশ্বাস করিয়া আমি মৃত্যুর জন্ত প্রস্তুত। একথার মধ্যে কুসংস্কার ও কল্পনা থাকুক, কিন্তু পল বিশ্বাস বলে খৃষ্টকে যেরূপ আয়ত্ত করিলেন, ব্রাহ্ম আপনার হৃদয়বাসী ঈশ্বরকে কি সেরূপ করিতে পারেন না ? ইহা করিতে পারিলে অতি সহজে প্রকৃত বৈরাগ্য শিক্ষা করা যায় । প্র । Rock of Ages’ নামে এক খানি ছবি খৃষ্টানের বড় আদর করিয়া থাকেন। তাঁহাতে পৰ্ব্বতের মত একটা ক্রস্ রহিয়াছে এবং তাহার চারিদিকে সমুদ্রের ভয়ানক ঢেউ উঠিতেছে। এক ব্যক্তি অৰ্দ্ধ জলমগ্ন হইয়া দৃঢ়রূপে পৰ্ব্বতের গোড়া ধরিয়া আছে, কত রত্ন ও শুক্তি ভাসিয়া যাইতেছে তাহার প্রতি দৃকপাতও করিতেছে না । ইহার তাৎপৰ্য্য কি ? ; : : - - উ। ঐ মনুষ্য সংসার সাগরে ঈশ্বরের প্রেম ও বিশ্বাস দৃঢ়রূপে অবলম্বন করিয়া আছে। তাহার চারিদিকে সংসারের ঘোর বিপদ তরঙ্গ আঘাত করিতেছে, তথাপি তাহাকে বিচলিত করিতে পারে না। সংসারের ঢেউতে কেবল ক্লেশ দেয়, অতএব তাহাতে সে সুখের প্রত্যাশা করিয়া ভাসিয়৷ যায় না এবং দুই একটী রত্নের লোভে প্রাণ হারাইতে চায় না । তাহার জীবন ও সুখের অাশা কেবল সেই পাহড়েতেই, অতএব সে প্রাণপণে তাহাই ধরিয়া আছে। এই লোক প্রকৃত বৈরাগী । - - প্র । রামমোহন রায়ের গানে আছে, বিবেক বৈরাগ্য দুই সহায় সাধনে, সে কি রূপ ? -