পাতা:ধর্ম্মসাধন.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্র। বিশেষ মনুষ্যের জীবনের বিশেষ উদেশ্য কি ? . অথবা কে কোন কাৰ্য্যের জন্য প্রেরিত ? : * উ । এ বিষয়টা সাংসারিক ভাবে গ্রহণ করিলে বুঝা যায় না; কিন্তু আধ্যাত্মিক ভাবে স্পষ্ট বুঝা যায়। এ গুরুতর বিষয় বিবেচনা করিবার ভার বুদ্ধির হস্তে দিলে অনেক গোলযোগ উপস্থিত হয়, কিন্তু স্থিরচিত্তে ঈশ্বরে আত্মসমর্পণ পূৰ্ব্বক : প্রার্থনা করিলে ইহা অনায়াসে হৃদয়ঙ্গম হয়। সকল পদার্থের এক একটী স্বাভাবিক উপযোগিতা আছে, আগুণ দাচনের জন্য, জল স্নিগ্ধ করিবার জন্য ইত্যাদি। আমি প্রেরিত। ধৰ্ম্মের পথে থাকিয়া সংসার যাত্রা নিৰ্ব্বাহ করা সকলেরই সাধারণ উদ্দেশু । কিন্তু আমার পক্ষে বিশেষ উদ্দেশু কি ? ইহা জানিতে হইলে মনকে সেইরূপ প্রস্তুত করিতে হইবে। জড়ের মত চুপ করিয়া থাকিলে হয় না। এক দিকে যেমন নিজের বুদ্ধি দ্বারা কিছু স্থির না করিয়া ঈশ্বরের উপর নির্ভর করিব, অন্য দিকে সেইরূপ কাৰ্য্য করিতে থাকিব। সাধারণ কৰ্ত্তব্য অনুষ্ঠান করিলে বিশেষ কৰ্ত্তবের পথ প্রকাশিত হয় । ছাড়িয়া দিলে তাহার বেগ কোন দিকে তাহা বুঝা যায় এবং