পাতা:ধর্ম্মসাধন.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন। • ס\ বার্তাহার গুণের প্রশংসা শুনিয়া আমার এত হিংসানল প্ৰজলিত হয় যে, আমি সেই ব্যক্তির অবমাননা বা মৃত্যু কামনা করি। হয়ত অন্তের অপেক্ষ আমার রত্নালঙ্কার অধিক আছে বলিয়া অহঙ্কার করি না, কিন্তু আমি ভস্ম ভাল করিয়া মাখিতে পারি, সকলের অপেক্ষ অধিক রিনয়ী এ বলিয়াও अङ्क्काब्र इब्र। હરેরূপ ছপ্রবৃত্তি-মলিন ইচ্ছা মনে স্থান দিতে যতক্ষণ ভাল বাসি ও আমোদ পাই, ততক্ষণ নিশ্চয়ই অনুতাপ হয় নাই, পাপও যায় পাপ গিয়াছে কি না, সন্দেহ হইলে পাপে ফেলিয়া আপনাকে পরীক্ষা করিতে নাই। পাপের সহিত আর সাপের সহিত খেল অতি ভয়ঙ্কর। , এরূপ স্থলে পাপ আছে বলিয়া মানিয়া সতর্ক থাকা নিরাপদ। সহস্ৰ পাপ করিলে প্রত্যেকটা স্মরণ করিয়া যে অনুতাপ করিতে হইবে, এরূপ নহে। মিথ্যাকথা পাপের প্রবলত। যদি অধিক হয়, তাহারই প্রতি দৃঢ় লক্ষ্য করা কৰ্ত্তব্য। একটা পাপে ঘা পড়িলে সকলটাতে ঘা পড়িবে। পাপের শত শত শাখা আছে, একটা ধরিয়া গেলেই মূলে যাওয়া যায় এবং পাপ স্রোতের মূল রুদ্ধ করিতে পারিলেই শাখা সকল শুষ্ক হইয়া যাইবে। একজন মিথ্যা কথা ধরিয়া পাপের জন্ত অনুতাপ । করিলে হয় ত তাহার অন্যান্ত সকল পাপ আগে যায়, মির্থ্য কথা শেষে যায়। . . . . . . অনুতাপ যথার্থ হইলে প্রতিজ্ঞ। আইসে। পাপ যাওয়া যেমন অনুতাপের পরীক্ষা, নুতন বল পাওয়া সেইরূপ প্রতিজ্ঞার পরীক্ষা অনুতাপ ভূতকালের জন্ত, প্রতিজ্ঞ ভবিষ্যতের জন্য।