পাতা:ধর্ম্মসাধন.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 ধৰ্ম্মসাধন । দেখিয়া তৎপ্রতিও শ্রদ্ধা হইবে। খৃষ্টান দিগের মধ্যে (Christ Incarnate) (মনুষ্যমূৰ্ত্তিতে ঈশ্বরের আবির্ভাব ; এই বিশ্বাসটি) যদিও কুসংস্কারে পরিণত হইয়াছে, কিন্তু ইহার মধ্যে একটা গৃঢ় অর্থ আছে, তাহ প্রত্যেক ব্রাহ্মকে গ্রহণ করিতে হইবে। মূল সাধারণ একটী মনুষ্যপ্রকৃতি অতি পবিত্র, তাহা ঈশ্বরের হস্ত হইতে অবিকৃত ভাবে আসিয়া অল্প বা অধিক পরিমাণে প্রত্যেক মনুষ্য প্রকৃতিতে ব্যাপ্ত হইয়াছে। সেই প্রকৃতির প্রতি শ্রদ্ধা । হইলে প্রত্যেক মনুষ্যে সেই স্বৰ্গীয় প্রকৃতি দেখিয়া প্রত্যেককে “ভাই বলিয়া শ্রদ্ধা করিতে মন সহজে ধাবিত হয়। বিশেষ বিশেষ মনুষ্য দেখিলে দোষ গুণ উভয়ই দেখিয়া ঘৃণা ও শ্রদ্ধ। যুগপৎ জুই ভাবই উৎপন্ন হয় ; কিন্তু সেই মূল সাধারণ প্রকৃতির ভাব হৃদয়ঙ্গম করিলে মনুষ্য মাত্রকেই শ্রদ্ধা করিতে হইবে ! তেমনি প্রত্যেক নারীকে ভগিনী বলিয়া শ্রদ্ধা করিবার উপায় সেই মূল সাধারণ নারীপ্রকৃতি, ঈশ্বরের কোমল স্বভাবের অনুরূপ। তাহ পবিত্র তাহা ঈশ্বরের হস্ত হইতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া অল্প বা অধিক পরিমাণে প্রত্যেক নারীতেই আছে। এইরূপ ঈশ্বরের সহিত সম্বন্ধ ধরিয়া না দেখিলে দুই একটা বিশেষ বিশেষ স্ত্রীলোকের দৃষ্টান্ত এক এক সময় দেখিয়া স্ত্রীজাতির প্রতি প্রকৃত শ্রদ্ধা রাখিতে পারা যায় না। রোমান কাথলিক খৃষ্টানের মেরীকে স্ত্রী প্রকৃতির আদর্শ মনে করিয়া স্ত্রীজাতিকে অধিকতর শ্রদ্ধা করে । তাহীদের মধ্যে ধৰ্ম্মের জন্ত জীবন উৎসর্গ করে, এমন স্ত্রীলোকেরও দৃষ্টান্ত যথেষ্ট । স্ত্রীলোকদিগের প্রতি । বিশ্বাস থাকা তাহাদিগের প্রতি শ্রদ্ধা হইবার আর একটা উপায়।