পাতা:ধর্ম্মসাধন.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ধৰ্ম্মসাধন । প্রকৃত ভাব লাভ করেন । সকল সাধকই জানিতে পারেন । জীবনের মধ্যে এক এক সময়ে এক অপূৰ্ব্ব অবস্থা হয়। তখন - * * * ঈশ্বর হৃদয়কে অধিকার করেন,তাহার মধ্যে বাস করিতেছি উপলব্ধি হয়, তাহার পবিত্রতায় স্তব্ধ হইয়া প্রাণে প্রাণে । তাহার সহিত মিলন হয়, অনিৰ্ব্বচনীয় আনন্দ ও শান্তি লাভ হয়, তাহার সঙ্গে থাকিতে কেবলি প্রার্থনা হয়, তাহাকে ছাড়িয়। আর কোথাও যাইতে ইচ্ছা হয় না। যিনি যেরূপে জীবনে ঈশ্বরকৃপায় এক এক সময় এই ভাব পান, সেইটী তাহার উপাসনার আদর্শ। ঈশ্বর স্বয়ং সেই আলোক প্রদশন করিয়া সাধকদিগকে লোভ দেখান । তাহা হৃদয়ঙ্গম রাখিয়া আমাদিগকে প্রত্যেক বার উপাসনা করিতে যাইতে । হইবে । * - - প্র। সচরাচর উপাসনা করিতে গিয়া মনে কিরূপ ভাব উচিত? । . - खे । क्रेश्वद्र कांग्छ जाएछन इश गडा-कञ्चन नग्न, खङ्गै স্থির করা উপাসনার প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা ঈশ্বরের সভা অনুভব করা । নিঃসংশয়ে ঈশ্বরের সত্তা উপলব্ধি না করিলে উপাসনা অফুরন্ত হইতে পারে না । প্র । ঈশ্বরের সত্ত। কতক্ষণ উপলব্ধি করা চাই ? : উ। উপাসনার সমুদায় ক্ষণ তাহার সভা অনুভব করা, যদি তাহ না হয়, আরাধনা, ধান, প্রার্থনা যা করি না কেন, সকলি বিফল। শূন্যের উপাসনায় কোন লাভ নাই। । প্র । ঈশ্বরের সত্তা হৃদয়ে অধিক ক্ষণ কেন স্থির রাখা אל אדיר קצר אי דיף