পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ఆ ধৰ্ম্ম-পুরাবৃত্ত । তবে সে ব্রাহ্মণী কহে রহিন্তার স্থানে । ইহার উত্তর শীঘ্ৰ দিবেন এখানে । যদি প্রভু নাহি বল গোচরে আমার । জীবন ত্যজিব আমি করি অনাহার ॥ এত বলি ভিক্ষুবরে ভিক্ষা অন্ন দিল। বিদায় হইয়া ভিক্ষু ফরা স্থানে গেল ॥ ভগবান-চরণে করিয়া নমস্কার । কহিতে লাগিল ব্রাহ্মণীর সমাচার ॥ আমাকে দেখিয় এক দ্বিজের বনিতা । করযোড় করি মোরে জিজ্ঞাসিল কথা ॥ “ ফরা-তারা-সাংঘা” নাম লয় যেই জন । তাহার কতেক ফল করহ বর্ণন ॥ এত বলি দ্বিজ-পত্নী করি পরিহার । না কহিলে প্রাণ দিবে করি অনাহার ॥ এত শুনি কহিতে লাগিল শোঁ দ্ধোদনি। আমিও কহিতে নারি সে সব কাহিনী ॥ কি, মতে কহিব তাতে ফল কত হয় । এইক্ষণে যাও তুমি ইন্দ্রের আলয় ॥ বাসব কহিতে পারে সে সকল কথা । পুণ্যবান নরগণ নিবসয়ে তথা ॥