পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ধৰ্ম্ম-পুরাবৃত্ত । ঐশ্বৰ্য্য, বৈরাগ্য, বীর্য্য, যশঃ, জ্ঞান, আর। সৌভাগ্যাদি ষড়গুণ আছয় যাহার ॥ “ ভগবান" বলি তাকে বলে বিজ্ঞজনে । সাষ্টাঙ্গে প্রণাম করি তাহার চরণে ॥ নমঃ “ মারজিত” প্রভু মদনদমন । নমঃ “ লোকজিত” ত্রিংশ লোকের তাঁরণ ॥ নমঃ “ জিন” নামধারী রিপু ছয় জন। অবছেলে যেই প্রভু করিল দমন ॥ পরিচিত জ্ঞান দিব্য নয়ন শ্রবণ। পূৰ্ব্বনিবাসানুস্মৃতি, গগণে গমন ॥ আত্মজ্ঞান কাকূহ আদিসিদ্ধি আর । ষড়গুণে অভিজ্ঞতা আছয় যাহার ॥ “যড়োভিজ্ঞ *” বলি তাকে বলে বিজ্ঞগণে । সাষ্টাঙ্গে প্রণমি আমি তাহার চরণে ॥ দান, শীল, ক্ষমা, বীৰ্য্য, ধ্যান, প্রজ্ঞাবল। উপায়, প্রণিধি, জ্ঞান আরো দেহবল ৷

  • ষড়েতিজ্ঞ—দিব্যং চক্ষু শ্রোতঃ, পরিচিতজ্ঞানং পূৰ্ব্বনিবাসাযুস্থতি আত্মজ্ঞানং বিয়দৃগমনং কায়বৃহাদিসিদ্ধিশ্চেতি । ইয়ানি ষট্ জ্ঞায়মাননি যন্ত ,অমর।