পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 5 ot ) পরাজিত ভিক্ষুভিক্ষুণীর পূজার এবং তাহাদের পাপফল বর্ণন । পারাজিক চারি পাপ যেই জন করে । বিস্তার করিয়া কহি বুঝিতে সংসারে । রমণী গমন আর প্রাণী বধ করে । অরহত ভান করে পর-ন্দ্রব্য হরে ॥ ভিক্ষু হয়ে করে যদি এই চারি কৰ্ম্ম । সেই ভিক্ষু পূজ যদি বড়ই অধৰ্ম্ম । এমন ভিক্ষুর হস্তে দান নাহি দিবে। না করিবে প্ৰণিপাত কাছে না বসিবে ॥ এমন সংঘেরে দান করে যেই জনে । দুই-কল্প থাকিবে সে নরক ভুবনে । হইবে পিশাচ আর প্রেত পশু-জন্ম । পাত্র চিনি যদ্যপি না করে দান-ধৰ্ম্ম ॥ নরকুলে হৈলে জন্ম হ’বে অকুলীন । বিদ্যাহীন বন্ধুহীন আর ধনহীন । এই পাপে পুনঃ পুনঃ পাবে বহু দুখ । পাত্র চিনি দান করে দুই লোকে সুখ ॥

  • পারাজিক প্রাপ্ত ।