পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

あo* ধৰ্ম্ম-পুরাবৃত্ত । জলবাসী কোটী বধে পাপ হয় যত । স্থলবাসী কীট এক বধে পাপ তত ॥ স্থলবাসী কোটা কীট বাঁধ পাপ ষেই । এক পশু হত্য। কৈলে পাপ হয় সেই ॥ এক কোটী পশুবধে পাপ হয় যেই । একটা দ্বিপদী পশু * বধে পাপ সেই ৷ দুই পদ পশু কোট বধে যত পাপ । নর একজন বধে ততই সন্তাপ ॥ এক কোট নর বধে পাপ হয় যত । একটী শ্রমণ বধে পাপ হয় তত ॥ শ্রমণ-ব্রাহ্মণ-বধ করে যেই জন । দুই পাপ একতুল্য কহে শৌদ্ধোদন ॥ এ দু’য়ের এক কোট বধে পাপ যত । বধিলে ভিক্ষুক এক পাপ হয় তত ॥ দশ-কল্পাবধি সেই নরকে থাকিবে । তাম্র-কুণ্ডে তপ্ত তৈলে বহু দুঃখ পাবে। কতকাল এইরূপে রহে নরকেতে । উঠাইয়া ল’য়ে পুনঃ যায় যম-দূতে ॥

  • বনমানুষ ইত্যাদি ।