পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * > ধৰ্ম্ম-পুরাবৃত্ত । সে পাতকী নীচকুলে হয়ে ধনহীন। পঞ্চশত জন্ম ভূমে হয়, চির দিন ॥ পতি সহধৰ্ম্মিণী যতেৰ নারীগণ । পতিহার বন্ধুর আশ্রিত যত জন ॥ বিহার * যে নারী সদা করয় মার্জন । শ্রমণ-শ্রাবকে যার ভক্তি অনুক্ষণ ॥ উপপতি আশা যেই না করে স্বপনে। বলে ধরি রমণ করয় কোন জনে ॥ কেহ যদি দারা রাখি হয় ব্রহ্মচারী। সে পতি উদেশে যদি রছে সেই নারী ॥ অন্য পুরুষের মুখ না হেরে কখন । পতি মতে শুদ্ধাচারে থাকে সৰ্ব্বক্ষণ ॥ এইরূপ নারী পেয়ে কোন দুরাচার । কাম বশে বলে ধরি করয় শৃঙ্গার । মাতা, ভগ্নী, পিসী, মাসী, শ্বশুরী, শ্বাশুরী। ব্রাহ্মণের নারী আর ভ্রাতৃবধু খুড়ী। ঋতুমতী, গৰ্ববতী, সীমন্তিনীগণ । পঞ্চশীল আচরণ করে যেই জন ॥ _ “ (সংস্থত) বিহার, (পালী) উইখাৱা, বৰ্ম্ম) কেইং ৰু কেয় । R