পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৩ ) দানপ্রভাব বর্ণন । করযোড়ে ত্রী আনন্দ কহে ভগবন r দানের প্রভাব কিছু করহ বর্ণন ॥ তবে বুদ্ধ কহে শুন পূর্ব বিবরণ। যাহা জিজ্ঞাসিলে কহি করহ শ্রবণ ॥ ধৰ্ম্মকেতু নামে পূৰ্ব্বে ছিল মহারাজা । রূপে গুণে কুলে শীলে হয় মহাতেজ ॥ সাগরান্ত বস্তুমতী করেন শাসন । পুত্র প্রায় করে যত প্রজার পালন । কত দিনে জন্ম হৈল ৰ্তাহার নন্দন । জনাৰ্দ্দন বলি নাম রাখিল রাজন । সেই দিনে তার ভ্রাতৃ-গৃহে একজন । পাত্র গৃহে একজন হইল নন্দন ॥ দুঃশাসন নাম নৃপ-ভ্রাতার নন্দন । পাত্রের নন্দন নাম রাখে সুবদন ॥ তিন জন সম ভাব সমান পিরিতি । যথা ইচ্ছা তথা যায় হরষিত মতি । গৃহ-কৰ্ম্ম লেখা পড়া সকল ত্যজিয়া । হেন মতে যায় বহুদিন গত হৈয়া ॥