পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-পুরাবৃত্ত । পড়িয়া সংসারচক্রে ঘুরি বার বার । উপায় না দেখি প্রভু হইতে উদ্ধার ॥ কাতর হয়েছি বড় পড়ি ঘোর দায় । তুমি না তরালে নাথ কে তরাবে হায় ॥ কাতরে করুণা কর পতিতপাবন। কাতর হইয়া দাসে ডাকে ঘন ঘন ॥ পতিতপাবন যদি পাপী না তরাবে। পতিতপাবন নামে কলঙ্ক হইবে ॥ পড়িয়াছি ঘোর, দায় গ্রন্থ বিরচনে । কৃপা করো অসময়ে বুদ্ধ জনাৰ্দ্দনে ॥ নাহি বর্ণজ্ঞান নাহি জানি ষত্ব ণত্ব । বিদ্যাহীন নাহি বুঝি বিদ্যার মহত্ত্ব ॥ গ্রন্থ লিখিবারে তবু হ’ল মম আশ । পাতকী হইয়া ইচ্ছা যেতে স্বৰ্গবাস ॥ বামন হইয়া চন্দ্র ধরিতে বাসন । চণ্ডাল হইয়া দ্বিজ-কন্যার কামনা পতঙ্গ হইয়া ইচ্ছা অগ্নি ভালবাসা । ফেরু হ’য়ে সিংহ সহ যেন যুদ্ধ আশা ॥ ভেক হয়ে ইচ্ছা যেন সৰ্প সহ খেলা। মুখ হ’য়ে ইচ্ছা মম কবিত্বের লীলা ॥