পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । নিরাপদে সেই গৃহে করি নিবসতি। সদাপ্রভু তব পদে এ মম মিনতি ॥ বাতজ পিত্তজ আদি অন্তরে বাহিরে । জনমিয়া থাকে রোগ মনুষ্য-শরীরে ॥ সেই সব রোগ প্রভু মম দেহ হতে । দূর হৌক বুদ্ধধৰ্ম্মসংঘ-প্রভাবেতে ॥ _ ধৰ্ম্মবন্দন । ধৰ্ম্ম শব্দে ধৰ্ম্মশাস্ত্র ধৰ্ম্ম ইতিহাস । যাহা ভগবান-মুখে হইল প্রকাশ ॥ যার দরশন মাত্র অজ্ঞানতা হরে । যাহার প্রসাদে নর ভবনদী তরে ॥ যাহার দর্শনে নর কৃতার্থ হইয়া । নিৰ্ব্বাণে চলিয়া যায় রথ আরোহিয়া ॥ যাহার সেবনে ছাড়ে ধৰ্ম্মরাজ-দয় । যাহার সেবনে নর ধৰ্ম্মরাজে পায় ॥ যার নামে ধৰ্ম্মরাজ করে পলায়ম। যার নামে ধৰ্ম্মরাজ করে আলিঙ্গন ॥