পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 ধৰ্ম্ম-পুরাবৃত্ত । কাশ্যপ নামেতে যবে তথাগত ছিল । তাহার সহিত বহু ব্লাহন্তা আছিল ৷ তেজবন্ত ধৰ্ম্মশীল রূপে অনুপম । জুলন্ত অনল সম কি দিব উপম ॥ র্তাহীদের মধ্যে সে রাহন্ত চারি জন । তীর্থ পৰ্য্যটন হেতু করেন গমন ॥ যাইতে যাইতে বহুদূরে উত্তরিল। বহু দেশ দেশান্তর ভ্রমণ করিল ॥ এক স্থানে পন্তু সবে সম্মুখে দেখিয়া। পার হৈতে না পারিয়া রহে দাড়াইয়া ॥ ভাবিতে লাগিল সবে কিসে পার হ’ব । কোন লোক নাহি কাছে কাহারে ডাকিব ॥ হেন কালে দেখ তথা বিধির ঘটন। সেই নদীকুলে আসে নর এক জন ॥ এক ক্রোশ দুরেতে থাকিয়া নিরখিল । নদীকুলে চারিজন রাহন্তা দেখিল ॥ রাহন্তা দেখিয়া তথা করিল গমন। করযোড় হ'য়ে বন্দে সবার চরণ ॥ বিধু নামে সেই জন অতি পুণ্যবান । করষোড়ে জিজ্ঞাসিল রাহন্তার স্থান ॥