পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

טכ ধৰ্ম্ম-পুরাবৃত্ত । মনেতে ভাবিয়া সেই মুণ্ড হাতে নিল । রাহন্ত সম্মুখে গিয়া উপনীত হৈল ॥ পঙ্ক মধ্যে সেই মুণ্ড দিল ফেলাইয়া । কিছু দূরে আপনি রহিল দাড়াইয়া । তবে করযোড়ে কহে রাহন্তার স্থানে । নিবেদন করি তোমা সবার চরণে ॥ এই যে কৰ্দমে আমি আছি দাড়াইয়া । মোর কাধে ভার রাখি যাও পার হৈয়া ॥ তাহার বিনয় বাক্য শুনি ভিক্ষুগণ । একে একে গোমুণ্ডেতে করি আরোহণ ॥ তার কাধে ভার রাখি গোমুণ্ডে পা দিয়া । পরে পরে চারি জন গেল পার হৈয়া ॥ চারিজন রাহন্ত অই কূলে পার হৈল । বিধু প্রতি চারিজন আশীষ করিল ॥ আমা সব আশীৰ্ব্বাদে যাবে স্বৰ্গপুরে । এত বলি চারিজন চলিল সত্বরে ৷ তার কত দিন পরে সে বিধু মরিল। মহাধৰ্ম্ম ফলে সেই দেবলোকে গেল । ধৰ্ম্মফলে পায় তথ। কাঞ্চন মন্দির । দ্বাদশ যোজন উচ্চ তাহার প্রাচীর ॥