পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ধৰ্ম্ম-পুরাবৃত্ত । যাইয়া বাসব-পদে করি নমস্কার । কহিতে লাগিল যত, বৃত্তান্ত ইহার ॥ সকল জানহ তুমি হও দেবরাজা । আর কোন দেব নাহি তব সম তেজা ॥ কোথা হ’তে এল হেথা নাহি জানি নাম । স্বৰ্গপুরে আসি ভোগ ভুঞ্জে অনুপাম ॥ তাহার পুরীর কথা দিতে নারি সীমা । উপমা দিবারে নারি তাহীর মহিমা ॥ এত শুনি পুরন্দর বলিল বচন । ধৰ্ম্মফলে হৈল সেই অতি মহাজন ॥ ভগবান কহিলেন ইহা মম স্থানে । শুন রে আনন্দ এত ধৰ্ম্ম এই দানে ॥ গোধনের মুণ্ড এক আনি সেতু দিয়া । মহাসুখে গেল ইন্দ্রপুরীতে চলিয়া ॥ ত্ৰিদিবে ছত্রিশ কল্প সুখভোগ করি । পুনঃ আসি রাজা হৈল বারানসী পুরী ॥ ধৰ্ম্মফলে চক্রবর্তী হৈয়া ভূমণ্ডলে । সসাগর বসুন্ধরা শাসে বাহুবলে ॥ হয়, হস্তী, গো, মহিষ, সৈন্য বহুতর । নানা রূপ ধন রতু পাইল বিস্তর ॥