পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शांनभाँङ्कांग्ला । তাহার ধৰ্ম্মের কথা কে কহিতে পারে। অন্তকালে যাবে সেই ইন্দ্রের নগরে ॥ দিব্য চক্ষু হ’বে বৃহস্পতি সম জ্ঞানে । থাকিবে ছত্রিশ কল্প ইন্দ্র-বিদ্যমানে ॥ দেব-কন্যাগণ সঙ্গে করিবে বিহার । মাণিক্য-রচিত পুরী রতন-ভাণ্ডার ॥ এইমতে নানা ভোগ তথায় ভুঞ্জিয়া পুনঃ নরকুলে জন্ম হ’বে রাজা হৈয়া ॥ নরকুলে হইবেক - রাজচক্রবর্তী । বাহুবলে শাসিবেক সসাগর ক্ষিতি ॥ ক্ষত্রিকুলে রাজা হ’বে বলে মহাতেজা । সপ্তদ্বীপ লোকে তাকে করিবেক পূজা । কোটা জন্ম এইরূপে রাজ্য-ভোগ করি । পুনর্বার চলি যাবে অমর-নগরী যদ্যপি উৎসর্গ করি নাহি করে দান । দশাংশে একাংশ পুণ্য কহে ভগবান ॥ উৎসর্গ করিয়া দান যে জন করিবুে । এক গুণ দান কৈলে ষোল গুণ পাবে ॥ ধৰ্ম্মরাজ-পাদ-পদ্ম পাইবার আশে । দীনহীন ধৰ্ম্মরাজ রচে বঙ্গভাষে । গ ૨૮: