পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રી ধৰ্ম্ম-পুরাবৃত্ত । একজনে তাকে এক পদ্ম দান দিল । সেই পুণ্যে পরকালে ইন্দ্রলোকে গেল ॥ ষাটি কল্পাবধি ইন্দ্রপুরে ভোগ করি। পুনরপি জন্ম হৈল এই মর্ত্যপুরী ॥ সাধুকুলে দ্বিজকুলে জন্ম শত শত । কুলীনের ঘরে জন্ম হলো কত শত ॥ ক্ষত্ৰকুলে কতবার হইলেক রাজা । কতবার হইলেক বলে মহাতেজা ৷ চক্রবর্তী রাজ "হইলেক দশবার। সসাগর। পৃথিবী শাসিল কত বার ॥ পদ্মপুষ্প তোলে যেবা গোসাঞি সম্মুখে। এক পুষ্পে এক কল্প স্বর্গে থাকে স্থখে ॥ খচটী অপরাজিত আর নীলোৎপল। লুচারাং * সহ এই চারি সমতুল ॥ সহস্র পুষ্পের তুল্য এক পুষ্প হয়। সেই ফলে শত কল্প দেবলোকে রয় ॥

  • এই পুষ্প পাৰ্ব্বত্য প্রদেশেই অধিকাংশ জন্মিয় থাকে । ইহাতে এক যুগান্তরে অর্থাৎ বার বৎসর পরে একবার ফুল ফুটে । এই পুষ্প নীলবর্ণ। দেখিতে খুব সুত্র ।