পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ミ ধৰ্ম্ম পুরাবৃত্ত । পুনঃ ভগবান কহে আনন্দ সদন । শুনহ পূর্বের এক বলি বিবরণ ॥ হিরণ্য-কেশরী নামে ছিল একজন । মন দিয়া শুন কহি তার বিবরণ ॥ নানা দান করেন সে বিবিধ প্রকারে । তার সম ধৰ্ম্মশীল নাহিক সংসারে ॥ নানা মত দান করে যেমন বিধান । হেলা করি অন্ন নাহি করিলেন দান ॥ কত দিন পরে তাঁর কাল পূর্ণ হৈল । ধৰ্ম্মফলে দেহ ত্যজি স্বৰ্গপুরে গেল । ইহলোকে নরপতি যত দান দিল । এক গুণে লক্ষ গুণ তথায় পাইল ॥ সকল পাইল স্বগে অন্ন নাহি পায় । ক্ষুধার অনল আর সহ নাহি যায় ॥ তবে রাজা চলি গেল ধৰ্ম্মের* সদন । নমস্কার করি কহে ক্ষুধার কারণ ॥ তুমি প্রভু ধৰ্ম্মরাজ হও ধৰ্ম্ম-পতি । অমের কারণে পাই বহুল দুৰ্গতি ॥

  • যম, প্রেতপতি, ধৰ্ম্মরাজ ।