পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શ્વર ধৰ্ম্ম-পুরাবৃত্ত । একাদিক্ৰমেতে এই ষষ্ঠ-দেব-স্থান । ষষ্ঠ-স্থানে সদা সুখ কহে ভগবান ॥ এই ধৰ্ম্ম-ফলে যায় সেই ছয়-স্থানে । কোটী-কল্প পর্য্যন্ত থাকিবে দেব-সনে ॥ ংসারেতে মহারাজা হ’বে চক্রবর্তী । করতল হ’বে সাগরান্ত বসুমতী । চক্রবর্তী রাজা হইবেক কত বার । ছত্রধারী রাজা হ’বে অসংখ্য অপার ॥ দ্বিজ-ক্ষত্ৰকুলে জন্ম হ’বে অগণিত । সাধুকুলে জন্ম তার হ’বে অপ্রমিত ॥ রোগহীন দুঃখহীন হ’বে সাধুজন । হীনকুলে জন্ম তার না হবে কখন ॥ মিথ্যাবাক্য শাস্ত্র-নিন্দ কভু না করিবে । অহনিশি সাধুজন সঙ্গেতে বসিবে ॥ যে সকল লোক করে শাস্ত্রমত দান । ধৰ্ম্ম-ফলে যমদণ্ডে পাবে পরিত্রাণ ॥ লোকে বুঝিবারে কহি পাচালী রচিয়া । শুন শুন সাধুগণ একমন হৈয়া ॥ ধৰ্ম্ম-পুরাবৃত্ত কথা অমৃত-ভাণ্ডার । যাহার শ্রবণে হয় ভবনদী পার ॥