পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مRoby) ধৰ্ম্ম-পুরাবৃত্ত । যে জন মা-বাপে শুনাইবে ধৰ্ম্ম-কথা ॥ জননী সংহতি করি যাবে তীর্থ যথা ॥ জননীর মনোভঙ্গ কভু না করিবে । এইরূপ সাধুলোক ইন্দ্রপুরে যাবে। ংঘেরে চীবর দান করে যেই জন । সত্য বাক্য কিবা শাস্ত্র পড়ে যেই জন ॥ সাংঘাইং, কাঞ্চন-জেদী এক সমতুল । এই দানে, পায় ত্রাণে, তরে সপ্তকুল ৷ কোটা-কল্প পৰ্যন্ত থাকিবে ইন্দ্রপুরে। দান-ফলে বহু সুখ পাবে স্বৰ্গপুরে ॥ নরকুলে সাধু হয়ে জন্মিবে আসিয়া । কত শত জন্ম ক্ষত্ৰ-দ্বিজকুলে গিয়া ॥ ক্ষুদ্র রাজা হইবেক কত শত বার। মহারাজ চক্রবর্তী হইয়া সংসার ॥ দশবার রাজা হবে ; রাজ্য ভোগ করি । পুনরপি চলি যাবে যথায় শ্ৰীহরি * । যত দ্বান ধৰ্ম্ম জান করিবেক নর। ত্রি-রতন-নাম সহ নহে সমসর । নারায়ণ, বিষ্ণু। ইনিও জন্মমৃত্যু এবং পুনর্জন্মের অধীন।