পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-পুবাবৃত্ত । এ সকল কুণ্ড হয় যম-অধিকার । তাহাতে তাড়না করে করিয়া বিচার ॥ ইতিহাস ধৰ্ম্মকথা “ অমৃত-লহরী। যাহার প্রসাদে যায় ভবনদী তরি ॥ কাহার শকতি ইহা বলিবারে পারে । কিঞ্চিৎ কহিনু আমি রচিয়া পয়ারে । অবহেলে শুনে যেন সকল ভুবন । আনন্দকে যাহা কহিলেন ভগবান ॥ পাপ-ফল বর্ণন । শুনিয়া পাপীর কথা মনে পেয়ে ভয় । করযোড়ে শ্ৰীআনন্দ ভগবানে কয় ॥ ওহে প্রভু ভগবান নৈরাশের আশা। তুমি পূরিবার পর মনের ভরসা ॥ নরকুলে জন্ম হ’য়ে না করিনু ধৰ্ম্ম । লোভ মোহে মত্ত হ’য়ে করি পাপকৰ্ম্ম । সকল অসার তুমি সার ভগবান । তুমিই খণ্ডাতে পার ভবের বন্ধন ॥