পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूमिमाशांप्यूr । দাস-দাসী দণ্ড যেবা করে অবিচারে । জল-জন্তু-মৎস্য-মীন যেই জন মারে । পরধন পরদ্রব্য যেই জন হরে। তপ্ত তৈল-কুণ্ড মধ্যে সেই জন পড়ে। সাক্ষী হ’য়ে যেই জন মিথ্যা বাক্য কয় । সে পাপিষ্ঠ বিষ্ঠা-কুণ্ডে নরক ভুঞ্জয় ॥ স্ত্রী হয়ে স্বামীর বাক্য যদি না পালিবে । সেই সব দুষ্ট নারী নরকে পড়িবে। স্বামী বিনা রমণীর নাহুিক দেবতা। স্বামী বন্ধু, স্বামী ভাই, স্বামী পিতা-মাত ॥ স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী পঞ্চানন। অবহেলা না করিবে স্বামীর বচন । হেন কৰ্ম্ম না করিয়া রমণী সকল । অমৃত ছাড়িয়া করে ভক্ষণ গরল ॥ পতি ছাড়ি যেই জন অন্যদিগে যায়। সেই সব দুষ্ট নারী প্রেতযোনি পায় ॥ নর কিম্বা পশু যায় জল খাইবারে । , দণ্ড করি ফিরাইয়া আনে যেই নরে ॥ তার সম পাপী নাহি এ তিন ভুবনে । প্রহার করয় তারে, যমদূতগণে ।