পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম পুরাবৃত্ত । পদ অাছে তীর্থে যেবা ন কৈল গমন । হস্ত আছে দান না করিল যেই জন ॥ কর্ণ অাছে ধৰ্ম্ম-শাস্ত্র ষদি না শুনিল । মুখ আছে প্রভু-নাম যদি না জপিল । এ সকল নর যাবে যমের ভুবন। কত জন্ম হবে প্রেত, পশু, ভূতগণ ॥ পাপেতে মানবগণ নরকে পড়িবে। পাপে বহু দুঃখ জন্ম জনমে পাইবে ॥ মদ্যপান করি ষেবা করে মহাপাপ । অন্তকালে যমপুরে পাবে মহাতাপ ॥ কিবা স্বরাপান করে কিবা দেখে ছোয় । স্থরাপান করি ষেবা ফরা-নাম লয় ॥ কুকুর শূকররূপ কত শত বায় । পশু-জন্ম হইবেক পশুর আচার ॥ কুমারী বেচিয়া ধন যেই জন খায়। সেই সব মহাপাপী নরকেতে যায় ॥ আত্ম-ঘাতী জাতি-ভ্ৰষ্ট হয় যেই জন । দশ-কল্প থাকিবে সে নরক-ভুবন । দেশ নষ্ট, মেলা নষ্ট, যেই জন করে । মিত্রতা করিয়া ভঙ্গ করে যেই নরে ॥