পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎭᎼ ধৰ্ম্ম-পুরাবৃত্ত । “ কৰ্ম্মস্থান” চত্বারিংশ জপে যেই জন । পুনর্জন্ম ন হইবে মরত-ভুবন ॥ “শরণাগমন “” তিন মন্ত্র কোন জন। জপে; তার সম সাধু নাহি ত্রিভুবন ॥ বুদ্ধানুস্মৃতি বা স্মরণ অথবা মনে করণ, ধৰ্ম্ম বা শাস্ত্রামুস্মৃতি, সংঘামুন্থতি, শীলানুস্মৃতি, ত্যাগ বা দানানুস্মৃতি, দেবতানুস্মৃতি, মরণানুস্মৃতি, কায়ানুস্মৃতি অর্থাৎ কায়গত যাবতীয় উপাদান সকলের ভাবন করা, শ্বাসপ্রশ্বাসানুস্মৃতি অর্থাৎ শ্বাসপ্রশ্বাস যেমন একবার আসে একবার যায় মানবগণও একবার পৃথিবীতে জন্ম আবার মৃত্যু এই প্রকার বরাবর আসা যাওয়া করিতেছে—এই ভাবন করা, উপশমানুস্মৃতি, এই দশটা অনুস্মৃতি নামক কৰ্ম্মস্থান । ( সৰ্ব্ব জীবের প্রতি ) মিত্রতা, করুণ, সন্তোষ, উপেক্ষ ( অর্থাৎ দুই পক্ষে সমতা ), এই চারিটী ব্রহ্মবিহার নামক কৰ্ম্মস্থান । আকাশীনস্ত্যায়তন, বিজ্ঞানানত্ত্যায়তন, আকিঞ্চন্যায়তন, নৈবসংজ্ঞনাসংজ্ঞায়তন, এই চারিট অরূপ ব্ৰহ্মলোক ভাবনা নামক কৰ্ম্মস্থান । খাদ্য দ্রব্যের অসারত্ব এবং অনাসক্ততা ভাবনা নামক এই একটা কৰ্ম্মস্থান । ক্ষিতী, নীর, হুতাশন এবং সমীরণ এই চারিধাতুর ব্যবস্থান অর্থাৎ স্থায়ীত্বনামক এই একট, সমুদ্ৰায়ে এই চল্লিশটা কৰ্ম্মস্থান ।

  • “ বুদ্ধাং শারাণাং গাছামি, ধাম্মাং শারাণাং গাজ্জামি, সাংঘাং শারাণাংগাচ্ছামি ”। আমি বুদ্ধশরণে গমন করিতেছি, ধৰ্ম্ম শরণে গমন করিতেছি, সংঘ শরণে গমন করিতেছি –এই তিন শরণাগমন । w *