পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-পুরাবৃত্ত । “ শরণাগমন ” জীপে ততোধিক হয় । ততোধিক ধৰ্ম্ম জান “ পঞ্চশীলে ” কয় ॥ “পঞ্চশীল” পঞ্চপদ পালে যেই জন। সেই জন চলি যাবে ব্রহ্মার সদন ॥ প্রথমেতে “ পাণীতিপাত ওয়েরামাণি ” । “ আদিমাদান৷” বলি দ্বিতীয়েতে গণি ॥ তৃতীয়ে “ কামেস্থ মিচ্ছাচার ওয়েরামাণি ” । “ মুশাওয়াদা ওয়েরামাণি ’’ চতুর্থে বtখানি ॥ “স্বরামেরায় ওয়েরামাণি ” পঞ্চমেতে । এই পঞ্চশীল যেই পালে বিধিমতে ॥ * পণিতিপাত * বলি “ প্রাণী বধ করে ” । “ আদিমাদানার ” অর্থ “ পরদ্রেব্য হরে ” ॥ “ কামেহুমিচ্ছাচার। —“ হরে পরদার ” । “ মুশাওয়াদা”—মিথ্যা বাক্য করে ব্যবহার পঞ্চমেতে “ স্বরাপান ’ করে যেই জন । , “ ওয়েরামণি ” এসকলে “ বিরত * যে জন ॥ হেন শত “পঞ্চশীলে’ যত ধৰ্ম্ম মিলে । “ অষ্টশীল ” একবারে ততেক জপিলে ॥ “ অষ্টশীল ” পালনেতে ধৰ্ম্ম হয় যত । “কৰ্ম্মস্থাম” এক জাপে পুণ্য হয় তত ॥