এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এই নাটিকায় রাজবধুদের মাথায় স্বস্তি-মুকুট ; পরনে তিল-ফুল বুটিদার ও ভোমরা বুটিদার ও ভাণ্ডীর বুটিদার জরির তেরছ ডুরে । কাণে কণিকা ; হাতে ‘যবন্ধুরী” নামক উৎসপী কঙ্কন ; গলায় মুক্তণর শতাবলী হার ; কোমরে কাঞ্চী ; পায়ে ‘ভ্ৰমরী” নুপুর । প্রধান সহচরীদের মাথায় মুক্তার সীমন্তিকা ; পরনে জরির তেরছা ডুরে, বুটি নাই । কাণে তালপত্রী’ ; হাতে তালী কঙ্কন ; পায়ে গুঞ্জরী নুপুর। তরুণীদের মাথায় মুক্তার একাবলী ; পরণে বাসস্তী রঙের শাড়ী । কাণে চাপা ; হাতে গুঞ্জাবলী কঙ্কণ ; পায়ে নুপুর ; গায়ে ফুলের গহন । বধুনাট্যের কারো মাথায় চাপাই-চুড়ে, কারো জোড়-চামর-খোপা, কারো ত্রিধন্মিল্ল, কারে চতুঃশৃঙ্গ, কারে পঞ্চফণী । பரு বেন্দ্ৰবতী ও যবনীদের গায়ে কষ্ণুক ; কাণে কুণ্ডল ।