পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় সর্থীর দল ৷ চলে যায় পায় পায় পায় রে । হায় সখী হায় হায় হায় রে ! ( যেন ) খসে পড়ে নারকেল-বালতো ! শ্ৰুতকীৰ্ত্তি ॥ নাঃ, কিছুই ভালো লাগছে না।......নকুলিকা, পান্ধী তৈরী করতে বল্‌......দিদির মহলে যাব । নকুলিকা ॥ রোসো, রোসো, মেলাই পায়ের শব্দ পাচ্ছি,...... কারা আসছে !......( এগিয়ে ) --- আর পান্ধী ব’লে কি হবে ? তিনি নিজেই আসছেন । { সীতা, উৰ্ম্মিলা ও মা গুবীর প্রবেশ ] শ্ৰুতকীৰ্ত্তি ॥ বা ! •••••দিদি !......তুমি ...তোমরা !......এস, এস, • • • • • • বেশ ! • • • • • • এই আমি তোমাদের কাছেই যাচ্ছিলুম। সীতা ॥ কেন, শ্রুতি, মন টিকছে না বুঝি ?......এরি মধ্যে ঘর ফাকা ঠেকছে ? ... তুই হাসালি বোন, এখনো যে ওরা দুর্গের বাইরেও যায়-নি। শ্ৰুতকীৰ্ত্তি ॥ না দিদি ঠিক তা নয়... সীতা ॥ তবে ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ তোমার সঙ্গে একটা পরামর্শে আছে,......আচ্ছা, F.