এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ধূপের ধোয়ায় এই ঠেকে শিখ লুম......দেখলুম একহাতে তালি-বাজানো সুবিধে হয় না ।
- * ( গান ) তালি বাজল না সই, এক হাতে কই বাজল না ! নাচতে গেলাম এক পায়ে, তাও সাজ ল না । শ্ৰুতকীৰ্ত্তি। তুই বড় বাড়িয়েছিস্ ;
নকুলিকা ॥ " ( সুরে ) বলছে সবাই বাড়াবাড়ি শুক-শারীতে আড়াআড়ি, তেল ঢেলে আর ফল কি, বলে, রাধাই যখন নাচল না। [ প্রস্থান দ্বিতীয় দৃশ্য [ হাওয়া-মঞ্জিল, সময় অপরাহ, অন্যমনস্কভাবে উৰ্ম্মিলার প্রবেশ। ] নেপথ্যে ৷ ( গান ) বইল না রে জীবন এ আর বইল না ! শেষে সেই দেখি ভর সইল না ! tూS