এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ধূপের ধোয়ায় এক হাতে একটা গাছের শিকড় কঙ্কণের আকারে জড়ানো । এক কাণে কড়ি, আর-এক কাণে আধ কপালে সুপারি। হাতে ময়ুরপুচ্ছের চামর। সামনে একটা আধ-খোলা বেতের ঝাপি । একটা শূন্ত খাচ ও একটা রঙীন হাড়ি । ] ভাণমতী ॥ লাগ ভেল্কী লাগৃ, জলে জ্বালাই আগ, লীগ ভেলকি লাগ লাগ লাগ লাগ । ( গান ) আস্মানে শিকলি লটুকিয়ে দোল খাই, গাছ রুয়ে সাজে৷ ফল ফলাই, ' শুনো পিজ রাতে পাপিয়া ময়নায় সিরজিয়ে হরেক বোল বলাই! মাগুবী ॥ বটে ! তবে তো খুব গুণিন দেখছি!....৯আর কিছু দেখাতে পারে ? ভাণমতী ৷ { গান ) কেউটিয়া গোখরে মুখ থেকে নিকলাই, নখের আয়নাতে দুনিয়াটা উজ লাই, মন্তরে তার চাদ ছিষ্টি ! و& br