পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী। 臺 -- বড় অদ্ভূত গ্রন্থ-মার্কণ্ডেয় ঠাকুরের এই চণ্ডী খানি । শূকরভোজীদের হাতে সমস্ত ক্ষিতিমগুলের রাজা সুরথ আর্দ্ধচন্দ্র লাভ করিয়া বনে যাইতেছিলেন—পথে সমাধি নামক বৈঙ্গের সঙ্গে সাক্ষাৎ হইল। তিনিও তাহার স্ত্রীপুত্রের কাছে অৰ্দ্ধচন্দ্ৰ খাইয়। একই পৎ অনুসরণ করিতেছেন। গুজনেই মোস ঋষির আশ্রমে জগিয়া জিজ্ঞাসা করিলেন “ঠাকুর । এরূপ অৰ্দ্ধচন্দ্ৰ খাইয়াও আমার রাজ্যের প্রতি এবং বৈশ্যজের এমন আদর্শ স্ত্রীপুত্রের প্রতি মমতা । • •হইতেছে কেন ?” • তখন ঋষি ঠাকুর, একটি দিগগজ দার্শনিক, উত্তর দিলেন— “পতিত মমতাবৰ্বে, মোহ-গৰ্বে জীব যত ংসার স্থিতিকারীর মস্থামায়া প্রভাবতঃ * ১ ম ৪০ সুরথ জিজ্ঞস করিলেন মহামায়াটা কে ? - उँखुद्रনিত্য সে জগত মূৰ্ত্তি বাপ্ত আছে চরাচর।” ১ মা, ৪৭ আবার– ' r “সেই নিত্য অভিহিত হন আবির্ভূত। যবে বেকাৰ্য্য সিদ্ধি তবে, উৎপন্ন কহে তবে • ১ ম ৪৮ তখন এই কথা বুঝাইতে মেধস ঠাকুর কতকগুলি আষাঢ়ে গন্ন ছানিলেন।