পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هوایی لاقی ভীষ্ম । কুঁঞ্চ । নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আমি ও মহর্ষিমাত্র নিমিত্ত ইহার । " মানব-মানব তুমি ! মানবজীবন এই লীলা ! মানবের এ অনন্ত জ্ঞান ! আজি দুই দিন কৃষ্ণ ! এ শরশষ্যায় অপূৰ্ব্ব চরিত তব করিয়াছি ধ্যান। সামান্ত মানব তুমি নহে কদাচন বুঝিতাম, বুঝি নাহি আকাশ-বিস্তার বিশ্বব্যাপী এই ত্রত। আসন্ন শয্যায় আজি কি খুলিল ক্ষুদ্র নম্বন আমার ? আজি ভব বিশ্বরূপ দেখিতেছি হায় – ' আনস্তের গর্ভে যেন,–হৃদয়ে তোমারভাসিছে অনন্ত বিশ্ব ; বুঝিতেছি হয় । তোমার জীবন-ব্ৰত জগত উদ্ধার । তব কুরুক্ষেত্র বিশ্ব ; জীবাত্মা অৰ্জ্জুন ; ধৰ্ম্মধৰ্ম্মে পাপ পুণ্যে বাজিয়াছে রণ ! হইয়। সারথি যুদ্ধে জীবাত্মার জন্ম সাধিতেছ, নবরূপী তুমি নারায়ণ । এ ধৰ্ম্মসাম্রাজ্য-পথে ভীষণ কণ্টক इझेश क् िडौघ्र ? शंष्ट्र ! डौग्न झब्रां5ांद्र ধৰ্ম্মভ্রমে অধৰ্ম্মকে করিয়া আশ্রয় করিল কি সংখ্যাতীত জীবের সংহার ? বামুদেব । বনমালি ! কৃষ্ণ ! নারায়ণ । ভীষ্মের কি গতি হবে কহ জনাৰ্দ্দন । হে প্লাজৰ্ষি ! বৃথা এই অনুতাপ ভব। মানুষ কালের ক্রীড়া । কাল-স্রোতঃ হাস্থ ! যখন যে পথে বহে, সে পথে ভাসিয়া