পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 < 贸目 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পতিতপাবনী মাত ! পতিত ਵੋ রাথিসচরণে তোর ” হইল মূৰ্ছিত । নীরব রজনী। চন্দ্ৰ হাসিছে আকাশে নীরবে, নিরর্থি কিবা স্বৰ্গ ধরাতলে ! মূৰ্ছিত শৈলের মুখ অঙ্কে মুভদ্রার, চন্দ্ৰকরে সমুজ্জল সিক্ত নীলাম্বুজ, সম্মিত, স্বস্নিগ্ধ, শান্ত , চাহি চন্দ্রপানে আত্মহারা ভদ্র দৈবী । কিবা দরশন চন্দ্রে চঞ্জে, চন্দ্রে চন্দ্রে কিবা সম্ভাষণ প্রীতিময়, ভাবময় ! বহিছে কপোলে যুগল আনন্দ ধারা দর দর দর,— কি পবিত্র ধারা ! কিবা পুণ্য নিরঝর । তৃতীয় প্রহ : নিশি, নব হেমস্তুের মুশীতল সমীরণ বহিতেছে ধীরে । ভাঙ্গিল শৈলের মূৰ্ছা । বাসয়া রমণী ভদ্রার উরসে মুখ রাখিয়া আবার কহিল,—“রজনী দেবি ! অবসান প্রায়ু । মানবের ভাগ্যাকাশে ভদ্রার মতন ' ভাসিতেছে মুখতারা অনস্ত আকাশে,— মানবেরো দুঃখ নিশি হতেছে প্রভাত । বিদায়ের কালে ভিক্ষ চাহে এই দাসী তোমার চরণ খুজে,—কর এ প্রতিজ্ঞা কালি রণে পুত্রে তত্ব দিবে না যাইতে ; রাখিবে বাধিয়া, মত্ত্ব ক্ষরি-মৃত মত, স্বধৃঢ় স্বৰ্গীয় মাতৃ-মেহের নিগড়ে ।” কেন, শৈল ?