পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । ১২৬৭ এখনো বুঝিলে নাকি, হায় ! ক্ষত্রিয়ের ংস বিনা ধৰ্ম্ম-রাজ্য হবে না স্থাপিত ; নিম্ব বৃক্ষে আম্র নাহি ফলিবে নিশ্চিত ।” ধীরে চলিয়াছে রথ। নাহি ক্ষুদ্র পথ কুরুক্ষেত্রে , মঙ্গক্ষেত্র সমাকীর্ণ এবে বিকৃত মান শবে, -দৃশু করুণার ! ८कश्दी নিৰ্দ্ৰি ধেন, প্রশান্ত বদন,-- কেহ দন্তে ওষ্ঠ কাটি, ঘূর্ণিত নয়নে কাহি আকাশের পানে, মুষ্টিবদ্ধ কর,— কেহ দন্তে তৃণ কাটি আলিঙ্গি বস্থধাপড়ে আছে স্থানে স্থানে শোণিত কৰ্দমে । কারে অস্ত্র-ক্ষতে হায় ! ঝলকে ঝলকে এখনো শোণিতধারা বহিতেছে বেগে, ' অঙ্গে অঙ্গে নানা অস্ত্র রয়েছে বিধিয়া । জীবিত অহিত কোথা করি নিষ্পেষিত ছুটিতেছে পড়িতেছে ক্ষিপ্ত অশ্ব গজ অঙ্গহীন শত শত, পুরি স্বণ-স্থল ভীম নাদে মৃত্যুমুখে। কোথায় আহত শত শত চাহিতেছে উঠতে, চলিতে, —হস্তহীন, পদহীন, ছিন্ন কলেবর,— করিতেছে হাহাকার ব্যথায় ব্যাকুল । ছিন্ন হস্তে পদে শিরে, কবন্ধ শরীরে, ভগ্ন রথে, ভগ্ন অস্ত্রে, মৃত অশ্ব গজে, আচ্ছন্ন সমর-ক্ষেত্র ক্রোশ ক্রোশস্তির। শকুনি, গৃধিনী, কাক, শৃগাল, কুকুর করি ঘোর কোলাহল করিছে ভক্ষণ