পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{१२ * নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আসি চুপে চুপে আসনপৰ্ম্মতে, কহিলা বিরাট-বালা কৌতুকে,— -কিহে বীরবর ! আজি যে সকলে রণ-ক্ষেত্র হতে দিলে পিটুটান ? জীব-হত্য-রঙ্গে হ’ল কি অপ্রাতি ? কত শ্বত আজি দিলে বলিদান ?” আকিতে অ কিতে কহে অভিমন্থা— যথার্থ উত্তরে দিয়েছি পিটুটান । যুঝিতে যুঝিতে কি মনে পডিল, কার হাসি টুকু, কার মুখখানি ? “দেখি দেখি”—কহি স্থকোমল করে আদরে উত্তরা তুলিলা মুখ । হাসি অভিমন্ত্য কহিলা আদরে“এই মুখ বটে, এ হাসি টুক • অধরে অধর হইল মিলিত । অধরে অধর রহিল গাথা { অধরে অধর কি সুধা ঢালিল,— নির্মীলিত চারি নয়ন-পাত । নরহত্যা করি মিটেনি কি সাধ o নারী-হত্য কেন এক্সপে আৰাৱ ? মুহূৰ্ত্তে মুহুর্তে করে নর-হত্যা ষে জন, এ কথা সাজে কি তার ? তবে নর-হত্যা মানি শ্রেষ্ঠ তব, মারিয়া বাচাও দিনে শত বার । ইচ্ছ, থাকি প্ৰেম-অনস্তস্বপনে এই বুকে মরি, জাগি ন জার।