পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৭২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী | রথী মহারথিগণ সিয়া ভূতলে কঁদিতেছে অধোমুখে, যেন আভাহীন সিক্ত রত্বরাজি পড়ি রত্নাকর তলে। বাণ-বিদ্ধ মীন যত পাণ্ডৰ সকল করিতেছে গড়াগড়ি পড়িয়া ভূতলে । মূচ্ছিত বিরাটপতি; স্তম্ভিত প্রাঙ্গণ। কেন্দ্রস্থলে অভিময়, শরের শয্যায়,— সিদ্ধকাম মহা শিশু! ক্ষত কলের রক্তজবা সমাবৃত , সম্মিত বদন যায়ের পবিত্র অঙ্কে করিয়া স্থাপিত, — সন্ধ্যাকাশে যেন স্থির নক্ষত্র উজ্জল,— নিদ্রা যাইতেছে স্বখে । বক্ষে স্থলোচনা মূচ্ছিতা ; মূচ্ছিতা পদে পড়িয়া উত্তর, সহকার সহ ছিন্ন ব্রততীর মত । কেবল দুইটি নেত্র শুষ্ক, বিস্ফারিত, এই মহা শোকক্ষেত্রে ; কেবল আচল এই মহা শোকক্ষেত্রে একটি স্বদন্তু – সেই নেত্র, সেই বুক, মাতা স্বভদ্রাব । চাপি মৃত-পুত্ৰ-মুখ মায়ের হৃদয়ে দুই করে, বিস্ফারিত নেত্রে প্রীতিময়, যোগস্থা জননী চাহি আকাশের পানে,— আদর্শ-বীরত্ব বক্ষে প্রীতির প্রতিম | নীরর বিস্তৃত ক্ষেত্র । থাকিয়া থাকিয়া কেবল কঁপিয়া ধীরে মায়ের অধর । গাইতেছে কৃষ্ণ-নাম । মূৰ্ছিত অৰ্জুন পড়িতে, ধরিলা কৃষ্ণ-বাহু প্রসারিয়া ।