পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । రిe: “অৰ্জ্জুনের প্রেম, নহে মরীচিকা ? সে কি সরোবর চারু ” আছে শৈশবের, আছে কৈশোরের, আছে খেলা যৌবনের ! অৰ্জুনের প্রেম যৌবনের খেলা উন্মেষিত হৃদয়ের। কিন্তু, দিদি থেলা' নহে মরীচিকা,— স্বখের সোপান-স্তর ; ধুেলিয়া থেলিয়া সোপানে সোপানে উঠ উদ্ধে নিরস্তুর । পুতুল লইয়া খেলিমা পূজিম্বা, খেলিতে পূজিতে শিথি মানুষ-পুতুল লইয়া যৌবনে ; খেলিয়া পূজিয়া দেখি মানুষ-পুতুল ছাড়িয়া হৃদয় । অন্বেষ পুতুল আর সে পুতুল কৃষ্ণ, কৃষ্ণপ্রেম লক্ষ্য জীবনের এ খেলার । , সে প্রেম-সাগরে হইবে নিবৃত্তি আশার ও পিপাসার, , সে মৃধা-সাগবে না উঠে গরল, মরীচিক নিরাশীর । *কৃষ্ণপ্ৰেম ”—যেন দংশিল ভূজঙ্গ, শৈলেরে শিলায় ফেলি। সাড়াইল কারু, কুঞ্চিত ধর. আকর্ণ নয়ন মেলি ।