পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । -St్యరి মস্তকের মণি খুজিত ক্ষণিনী i বেড়াইয়া কক্ষে কক্ষে, দেখিতাম মণি কভু সত্যভামা, কভু রুক্মিণীর বক্ষে। দেখিতাম— চক্ষু পড়িত খসিয়া কি উগ্র অনলে জলি ! বহিত হৃদয় নয়নে ধারায় কি উগ্র অনলে গলি ! সেই স্বতি, শৈল - জলিছে নয়নে, পড়িছে হৃদয় গলি”— দু’করে নয়ন চাপিয়, শৈলের হৃদয়ে পড়িল ঢলি । উভয় নীরব-তরল অমলে ভাসিছে শৈলের বুক বহে শাস্তিধারা শৈলের নয়নে, চাপি হৃদে সেই মুখ । “কিন্তু দিদি ! তুমি,-ঋষিপত্নী তুমি, তুমি পুত্রবর্তী নারী ! জান তুমি দিদি। রমণীর প্রেম পবিত্র জাহী-বারি ”— কহে শৈল ধীরে । হাসি উচ্চ হাসি কহে কার হাসি মুখে-শত রবি শশী, নক্ষত্র অশেষ ভালে না জাহ্নবী বুকে " टेक्षण ! झां८म वंलिदित्र, छहन मां अश्र्वौ, বার এক সিদ্ধ পানে।